মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম একাদশে একাধিক পরিবর্তন ভারতীয় দলে
# বুধবার থেকে মেলবোর্নে শুরু বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট। অ্যাডিলেডে প্রথম টেস্ট জেতে ভারত। পারথে দ্বিতীয় টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া।
# তৃতীয় টেস্টে ভারতীয় দলে একাধিক পরিবর্তন। বাদ পড়লেন দুই ওপেনার কেএল রাহুল এবং মুরলী বিজয়।
১. মেলবোর্নে টেস্ট অভিষেক হবে ওপেনার মায়াঙ্ক আগরয়ালের।
২. বিরাট কোহলি (অধিনায়ক)
৩. আজিঙ্কে রাহানে (সহ-অধিনায়ক)
৪. মায়াঙ্ক আগরয়ালের সঙ্গে সম্ভবত ওপেন করবেন হনুমা বিহারি।
৫. চেতেশ্বর পূজারা
৬. চোট সারিয়ে প্রথম একাদশে রোহিত শর্মা।
৭. ঋষভ পন্থ (উইকেট কিপার)
৮. রবিচন্দ্রন অশ্বিন ফিটনেস টেস্টে পাস করতে পারেন নি। মেলবোর্নে স্পেশালিস্ট স্পিনার হিসেবে প্রথম একাদশে জায়গা করে নিলেন রবীন্দ্র জাদেজা।
৯. মহম্মদ শামি
১০. ইশান্ত শর্মা
১১. জশপ্রীত বুমরাহ