গ্রামে গ্রামে নতুন সরকারি ব্যাঙ্ক, ১ সেপ্টেম্বর চালু করছেন মোদী

Wed, 29 Aug 2018-6:46 pm,

মুঠোফোনের দৌলতে শিকেয় উঠেছে চিঠিপত্র পাঠানোর রেওয়াজ। ভারতীয় ডাকবিভাগও এবার নতুন উদ্যোগে নাম লেখাতে চলেছে।

ঘোষণা আগেই হয়েছিল। ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে  ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। তার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের যাত্রা শুরুর ৩ দিন আগে খরচের সীমা ৮০ শতাংশ বাড়িয়ে ১,৪৩৫ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 

১ সেপ্টেম্বর ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে ৬৫০টি শাখা ও ৩২৫০ অ্যাকসেস পয়েন্ট থাকতে চলেছে। 

জানা গিয়েছে, ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ডাক বিভাগের ১.৫৫ লক্ষ শাখা পেমেন্টস ব্যাঙ্ক হিসেবে কাজ করবে। যার মধ্যে ১.৩০ লক্ষই গ্রামীণ এলাকায়। ফলে এবার প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যাবে ব্যাঙ্কিং ব্যবস্থা। 

পেমেন্টস ব্যাঙ্কে কাজ করবেন ডাকঘরের কর্মী ও গ্রামীণ ডাক সেবকরা। অতিরিক্ত কাজের জন্য উত্সাত ভাতা পাবেন তাঁরা। তা সরাসরি চলে যাবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এতে শিলমোহর  দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 

পেমেন্টস ব্যাঙ্কে গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন। তার বেশি জমা রাখার সুবিধা আপাতত নেই।

২০১৫ সালে পেমেন্টস ব্যাঙ্ক খোলার ছাড়পত্র দেয় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

উল্লেখ্য, ২১ অগস্ট ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পথ চলা শুরু হওয়ার কথা ছিল। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর জেরে তা পিছিয়ে দেওয়া হয়।

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক অ্যাপও শুরু হওয়ার কথা। তাতে সরাসরি অ্যাপের মাধ্যমে ফোন রিচার্জ, বিদ্যুতের বিল, ডিটিএইচ পরিষেবার খরচ মেটাতে পারবেন গ্রাহকরা। 

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে ১০০ শতাংশ মালিকানাই সরকারের। গ্রাহকদের পরিষেবা দেবেন ২.৬০ লক্ষ ডাকসেবক ও ৪০ হাজার ডাকহরকরা। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link