Hottest Place Bankura | Heatwave: ভয়ংকর তাপপ্রবাহের কবলে ভারত, দেশের মধ্যে উষ্ণতমের তালিকায় বাংলার বাঁকুড়া!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: তপ্ত কড়াইয়ে ফুটছে বাংলা। ৪ জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ। দেশের মধ্য়ে উষ্ণতম স্থানের তালিকায় আজ বাংলার বাঁকুড়া!
গত বছরের তাপমাত্রাকে ছাড়িয়ে এবারে রেকর্ড করল বাঁকুড়া জেলার তাপমাত্রা। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৪.১ ডিগ্রি। গত বছর যেখানে জেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৯ ডিগ্রি।
ওদিকে ঝাড়গ্রামেও আজ ৪৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। বাকি পুরুলিয়ায় ৪৩.১, খড়গপুরে ৪৩, দুর্গাপুরেও ৪৩, আসানসোলে এখন ৪২, কৃষ্ণনগর ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে।
কলকাতাতেও পারদ ৪০-এর উপরে। কলকাতায় আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ ডিগ্রি।
ওদিকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, হামিরপুরও আজ দেশের উষ্ণতমের তালিকায় নাম তুলেছে। পারদ সেখানেও ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে।
পাঞ্জাব, হরিয়ানার বেশিরভাগ অংশেই তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। মৌসম ভবন জানাচ্ছে এবছর এপ্রিল থেকে জুন, দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে।
ইতিমধ্যেই পাটনা, বাঙ্কা, জামুই, নওদা, ঔরঙ্গাবাদ, সুপলে 'কমলা' সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 'ইয়েলো' অ্যালার্টও জারি হয়েছে বেশ কিছু জায়গায়।