মোবাইল গেমের নেশায় বুঁদ ভারতীয় দল, বিমানবন্দরেই বন্দুক হাতে `যুদ্ধে` নামলেন বিরাট, রোহিতরা
চারটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও টি-২০ খেলতে অস্ট্রেলিয়া উড়ে গেল বিরাট কোহলি অ্যান্ড কোং। দুই মাসের লম্বা সফর।
বিমানবন্দরে বসে ভারতীয় ক্রিকেটাররা সাধারণত মোবাইলে গেম খেলেই সময় কাটান। এটা নতুন কিছু নয়। তবে এবার যেন একটু বেশিই মোবাইল গেম-এর নেশায় বুঁদ হয়ে ছিলেন। বিরাট কোহলি, রোহিত শর্মারা মেতে ছিলেন পাবজি গেমে।
অস্ট্রেলিয়া সফর মানেই কঠিন সফর। এবারও তাঁর ব্যতিক্রম নয়। তবে এবার অজি দলে স্মিথ ও ওয়ার্নার নেই। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের সিরিজ জয়ের এটা সেরা সুযোগ বলে মনে করছেন প্রাক্তনরা।
২১ নভেম্বর গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ খেলবে ভারত।
এদিন অস্ট্রেলিয়াগামী বিমানে ওঠার আগে পর্যন্ত ক্রুনাল পাণ্ডিয়া, মণীশ পাণ্ডেরা মেতে থাকলেন পাবজি গেম নিয়ে। বন্দুক হাতে করলেন ভার্চুয়াল যুদ্ধ।
শিখর ধাওয়ান, জসপ্রিত বুমরারা আবার মেতে ছিলেন ফটোসেশনে। বিরাট কোহলিকে ঘিরে বিমানবন্দরেও উন্মাদনা ছিল চোখের পড়ার মতো।