এটিএম-এ বিপ্লব, আর ব্যাঙ্কমুখো হতে হবে না গ্রাহকদের!
ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থায় একপ্রকার বিপ্লব আসতে চলেছে বলা যায়। লেনদেনের সুবিধার জন্য এবার এটিএম এর পরিবর্তে ক্যাশ রিসাইকেলিং মেশিন বা সিআরএম।
এই মেশিনে নগদ টাকা জমা দেওয়া যাবে। সেই টাকা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে গ্রাহকদের দেওয়ার জন্য।
নগদ টাকা জমা দেওয়ার সময় ও তা গ্রাহকদের দেওয়ার আগে সিআরএম বাতিল করে দেবে জাল নোট।
নতুন এই ব্যবস্থা চালু হওয়ার ফলে টাকা জমা দেওয়া ও তা গ্রাহকদের দেওয়ার জন্য পৃথক মেশিনের প্রয়োজন হবে না। পাশাপাশি এটিএম-এ ক্যাশ ভরার কোনও ঝামেলা থাকবে না। অর্থাৎ এটিএম এর পরিবর্তে বসবে একটাই মেশিন। সেটি হল ক্যাশ রিসাইকেলিং মেশিন বা সিআরএম।
সিআরএম-এ থাকছে আরও সুবিধা। ক্যাশলেস ডিপোজিট, অনলাইন ক্রেডিট, বিল পেমেন্ট এর সুবিধা থাকছে এই মেশিনে।
ব্যাঙ্কিং ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য বছর হল ১৯৬৭ সাল। ওই বছর লন্ডনের এনফিল্ডে একটি মেশিন বসানো হয় যেটি থেকে গ্রাহকদের জন্য শুধুমাত্র ১০ পাউন্ডের নোট বের হতো। সেই যাত্রা শুরু এটিএমের।
১৯৬৭ থেকে এই ২০১৮ এটিএম প্রযুক্তিতে বিশাল পরিবর্তন এসেছে। এখন এটিএম-এ চালু হয়েছে ভিডিও টেলার প্রযুক্তি, বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন ও কার্ড ফ্রি অ্যাকসেস সিস্টেম।