ব্রিটেন পরিচালিত ‘ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিট’-এ অংশগ্রহণ ভারতের

Sudip Dey Thu, 04 Jun 2020-4:55 pm,

ব্রিটেনের পরিচালনায় ‘ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিট’-এ অংশ নিচ্ছে ভারত। এই সম্মেলন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী বোরিস জনশন।

এ বারের ‘ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিট’-এ পঞ্চাশেরও বেশি দেশ অংশগ্রহণ করছে। এই সম্মেলনের পরিচালনা কমিটি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং অথবা উচ্চ স্তরের কোনও প্রতিনিধি এই ‘ভার্চুয়াল’ সম্মেলনে অংশ নেবেন।

এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হল, প্রতিষেধক তৈরি করে ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষিত করা এবং এর জন্য (Gavi:  ভ্যাকসিন অ্যালায়েন্স) তহবিলে কমপক্ষে ৭.৪ বিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করা। আগামী পাঁচ বছরে বিশ্বের দুর্বল অর্থনীতির দেশগুলির প্রায় ৩০ কোটি শিশুকে প্রতিষেধক দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করছে এই ভ্যাক্সিন অ্যালায়েন্স Gavi।

ভ্যাকসিন অ্যালায়েন্স Gavi হল রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত ও পরিচালিত একটি সংস্থা যার মূল কাজ হল গোটা বিশ্বে বিভিন্ন প্রতিষেধকের বিষয়টি দেখাশোনা করা। ২০১৪ সালে ভ্যাকসিন অ্যালায়েন্স Gavi-এর গ্রাহক থেকে দাতা (ডোনার) হয়েছে ভারত। এ পর্যন্ত এই তহবিলে ভারতের অবদান ১২ মিলিয়ন ডলারের।

এই মুহূর্তে বিশ্বের প্রায় ৫০ শতাংশ প্রতিষেধকের উৎপাদনের কাজ ভারতেই হচ্ছে। ব্রিটেনের মন্ত্রী এবং ‘কমনওয়েলথ লর্ড’ তারিক আহমেদ জানিয়েছেন, প্রতিষেধকের উৎপাদন ও তার তহবিলের বিষয়ে ভারতের থেকে অত্যন্ত ইতিবাচক সমর্থন মিলেছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link