India Vs England: একনজরে দ্বিতীয় ম্যাচে সম্ভাব্য ভারতীয় একাদশ

Thu, 25 Mar 2021-6:43 pm,

নিজস্ব প্রতিবেদন: ভারতের জয়ের ধারা অব্য়াহত থাকবে নাকি ঘুরে দাঁড়াবে ইংল্যান্ড? চোট পেয়ে ইতিমধ্যেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। শুক্রবার দ্বিতীয় ওয়ান-ডে বেশ কিছু বদল ঘটতে চলেছে ভারতীয় দলে। একনজরে দেখা নেওয়া যাক সম্ভাব্য একাদশ।

প্রসিদ্ধ কৃষ্ণা:  কেএল রাহুল, ক্রুনা পাণ্ডিয়ার সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় প্রসিদ্ধা কৃষ্ণার। অভিষেক ম্যাচে ৪ উইকেট নেন তিনি। 

ভুবনেশ্বর কুমার: ভারতীয় পেস আক্রমণের কার্যত মুখ হয়ে ওঠেছেন ভুবনেশ্বর কুমার। প্রথম ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন তিনি। 

শার্দুল ঠাকুর:  প্রথম ম্যাচে জনি বেয়ারস্টো আউট করে ইংল্যান্ডের ব্যাটিং-এ ধস নামান শার্দুল ঠাকুর। পারফরম্যান্সের জোরেই দ্বিতীয় ম্যাচে দলে ঢুকতে পারেন তিনি। 

ওয়াশিংটন সুন্দর: ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি পাননি ওয়াশিংটন সুন্দর। T-20-তেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। ওয়ান-ডে দলের সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার এই তরুণ ক্রিকেটারটি। 

ক্রুনাল পাণ্ডিয়া: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচেই দ্রুততম অর্ধ-শতরানের বিশ্বরেকর্ড গড়েছেন ক্রুনাল পান্ডিয়া। এই পারফরম্যান্সের পর তাঁকে দল থেকে বাদ দেওয়া কঠিন। 

হার্দিক পাণ্ডিয়া: বিরাট জমানায় ভারতীয় প্রায় নিয়মিত সুযোগ পাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন তিনি। 

লোকেশ রাহুল:  ইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের হয়ে ODI-তে  অভিষেক হয় লোকেশ রাহুলের। প্রথম ম্যাচে অর্ধ শতরান করেন তিনি। দ্বিতীয় ম্যাচেও রাহুলের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।

সূর্যকুমার যাদব: T-20-তে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন আগেই। চোটের কারণে শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ার পর বিকল্প হিসেবে উঠে আসছে সূর্যকুমারের নাম। 

বিরাট কোহলি: দ্বিতীয় ওয়ানডে নামার আগেই সুখবর পেলেন ভারতীয় দলের অধিনায়ক। আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন বিরাট। এবার কী সেঞ্চুরির খরা কাটবে? নজর থাকবে সেদিকে।

 রোহিত শর্মা:  দ্বিতীয় ওয়ান-ডে রোহিতের খেলা নিয়ে অবশ্য সংশয় রয়েছে। কারণ, প্রথম ম্যাচে মার্ক উডের ডেলিভারিতে কনুইয়ে চোট পেয়েছিলেন তিনি। তবে সুস্থ থাকলে শিখর ধাওয়ানের সঙ্গে 'হিটম্যান'কেই ওপেন করার সম্ভাবনাই বেশি। 

শিখর ধাওয়ান: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার 'গব্বর'-র। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ৯৮ রানে ইনিংস খেলেন শিখর ধাওয়ান। দ্বিতীয় ম্যাচেও ফের তাঁকে ওপেনার হিসেবে দেখা যেতে পারে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link