ICC World Cup 2019: ম্যাঞ্চেস্টারে ভারত-পাকিস্তান মহারণে রেকর্ডের ছড়াছড়ি

Sukhendu Sarkar Sun, 16 Jun 2019-10:14 pm,

পাকিস্তানের বিরুদ্ধে ভারত এদিন ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান তোলে। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এটাই ভারতের সর্বোচ্চ রান।  

রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে ৭৭ রান করার পথেই একদিনের ক্রিকেটে দ্রুততম এগারো হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ওপেনিং জুটি ওল্ড ট্র্যাফোর্ডে ১৩৬ রান করে নজির গড়েন। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ইতিহাসে এটিই ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি৷ রাহুল-রোহিতরা ভেঙে দেন ১৯৯৬ বিশ্বকাপে সচিন তেন্ডুলকর ও নভজ্যোৎ সিং সিধুর গড়া ৯০ রানের ওপেনিং পার্টনারশিপের রেকর্ড।

 

পাকিস্তানের বিরুদ্ধে ১১৩ বলে ১৪০ রান করেন রোহিত শর্মা। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এটাই কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ রান।

 

বিরাট কোহলির পর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন বিরাট কোহলি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link