হায়দরাবাদে শতরান করলেই সৌরভদের ছোঁয়ার হাতছানি পৃথ্বির সামনে...
# রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান করেছেন পৃথ্বি শ। হায়দরাবাদে শতরান করলেই পৃথ্বি স্পর্শ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
# কেরিয়ারের প্রথম দুই টেস্টে শতরান করেছিলেন সৌরভ। ১৯৯৬ সালে ইংল্যান্ডের লর্ডসে অভিষেক টেস্টে এবং পরের টেস্টেও শতরান করেছিলেন মহারাজ।
# সৌরভ একা নন। ভারতীয়দের মধ্যে এই রেকর্ড রয়েছে রোহিত শর্মারও। পাঁচ বছর আগে ইডেনে অভিষেক টেস্টে শতরান করেছিলেন রোহিত শর্মা। ওয়াংখেড়েতে পরের টেস্টেও তিনি শতরান করেন।
# রোহিত, সৌরভের আগে ভারতীয়দের মধ্যে এই নজির গড়েন মহম্মদ আজহারউদ্দিন। তিনি তো কেরিয়ারের প্রথম তিন টেস্টেই শতরান করেছিলেন। এটা এখনও রেকর্ড। কেরিয়ারের প্রথম তিন টেস্টে আর কেউ শতরান করেননি বিশ্ব ক্রিকেটে।
# আজহার, সৌরভ, রোহিত ছাড়া বিশ্বক্রিকেটে প্রথম দুই টেস্টে শতরান করেছেন বিন পন্সফোর্ড (অস্ট্রেলিয়া)।
# ডাগ ওয়াল্টার্স (অস্ট্রেলিয়া)
# আলভিন কালীচরণ (ওয়েস্ট ইন্ডিজ)
# গ্রেগ ব্লিউয়েট (অস্ট্রেলিয়া)
# জেমস নিশাম (নিউ জিল্যান্ড)
# হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করলেই সৌরভ, কালীচরণদের স্পর্শ করবেন পৃথ্বি। আর যদি তা করতে পারেন, তবে তাঁর সামনে থাকবেন শুধু আজহারের রেকর্ড স্পর্শ করার।