মারের বদলে মার, অস্ট্রেলিয়াকে সতর্কবার্তা দিয়ে রাখলেন বিরাট

Suman Majumder Thu, 15 Nov 2018-8:38 pm,

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই স্লেজিং-পাল্টা স্লেজিং। মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়বে মাঠের বাইরেও। অজিদের বিরুদ্ধে লম্বা সিরিজের জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন বিরাট কোহলিরা। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় চারটি টেস্ট, তিনটি একদিনের ও টি-২০ ম্যাচ খেলবে ভারত। 

স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার ভারতের বিরুদ্ধে খেলবেন কি না এখনও ঠিক নেই। তবে লড়াই যে শুধু ২২ গজে আটকে থাকবে না তা ভাল করেই আন্দাজ করতে পারছেন ক্রিকেটপ্রেমীরা। মৌখিক স্লেজিং থেকে শুরু করে বিভিন্ন অঙ্গভঙ্গি, সবই থাকে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে। 

বিরাট কোহলি কিন্তু অস্ট্রেলিয়ায় পৌঁছনোর আগেই অজিদের সতর্ক করে রাখলেন। বলে দিলেন, ''আমরা কখনও আগে স্লেজিং করিনি। এবারও করব না। কিন্তু ওরা স্লেজিং শুরু করলে আমরাও ছেড়ে কথা বলব না। মানসিকভাবে দৃড় থাকতে হবে। অকারণ বাক-বিতণ্ডায় জড়িয়ে এনার্জি নষ্ট করতে চাই না।''

বিরাট বলে চললেন, ''নিজের উপর আস্থা রয়েছে। আমি উত্তেজিত না হলেও সেরা পারফরম্যান্স দিতে পারব। আগে অপরিণত ছিলাম। তাই অনেক সময় অনেক কিছু করেছি। তবে এখন পরিণত মানসিকতা নিয়ে খেলতে নামি। দলের অধিনায়ক হিসাবে টিমের স্বার্থ ছাড়া এখন কিছু ভাবার অবকাশ থাকে না।''

অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে রবি শাস্ত্রীকে নিয়ে মুম্বইতে সাংবাদিক সম্মেলন করলেন বিরাট। সেখানেই রবি শাস্ত্রী বললেন, ''২০১৯ বিশ্বকাপের আগে দলে কোনও বদলের ভাবনা নেই। বিশ্বকাপের দলের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়া সফরের দল গড়া হবে।''

রবি শাস্ত্রী আরও বলেন, ''১৫ জন ক্রিকেটারকে দেখে নেওয়া হবে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সফর আমাদের কাছে নিজেদের যাচাই করার বড় মঞ্চ। দলে চোট-আঘাতের সমস্যা খুব একটা নেই। এটাই স্বস্তি।''

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link