Indian Air Force Sarang: আকাশে উদ্ধত `ময়ূর-বাহিনী`, দেখে তাজ্জব গোটা দুনিয়া...
'ময়ূরবাহন' নয়, এ হল ময়ূর-বাহিনী।
ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার এরোবেটিক্স টিম। নাম তার Indian Air Force Sarang।
বলা হচ্ছে Sarang Helicopter Team-এর মতো স্মার্ট ও দক্ষ বায়ুসেনাবাহিনী বিশ্বে খুব কমই আছে।
নিছক ফ্লাইং স্কিল দিয়েই এরা বাজিমাত করে দিতে পারে।
এছাড়াও রয়েছে লক্ষ্যের অব্যর্থতা-সহ এদের বিরলমাপের সব দক্ষতা।
এই সব গুণের জেরে এই বাহিনী বিশ্বের অনেক দেশেরই শ্লাঘার পাত্র হয়ে দাঁড়িয়েছে। আপাতত তারা যে ডিসপ্লে করেছে তাতেই মুগ্ধ সব মহল।