অসম বন্যায় জান লড়িয়ে দিচ্ছেন জওয়ানরা, দেখুন ছবি

Tue, 16 Jul 2019-3:57 pm,

চিরাং জেলায় রুনিখাতায় দুর্গতদের কাঁধে করে নিয়ে যাচ্ছে জওয়ান।

অসমে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। জানা গিয়েছে, অসমের ৩৩টি জেলার মধ্যে ৩০টি জেলা জলমগ্ন হয়ে রয়েছে।

বন্যা প্লাবিত এলাকায় আটকে রয়েছেন প্রায় ৪৩ লক্ষ মানুষ। রাজ্যের বন্যা কবলিত ৩০টি জেলার ৪ হাজারেরও বেশি গ্রাম সম্পূর্ণ বিপর্যস্ত। 

অসমের বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রায় ৯৫ শতাংশ এলাকাই এখন জলের তলায়।

পাগলদিয়া নদী বাঁধ ভেঙে ভেসে গিয়েছে নলবাড়ির প্রত্যন্ত অঞ্চল। 

জানা যাচ্ছে, ১৩৩টি গ্রাম জলের তলায়। প্রায় ১.৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়।

বাকসা জেলার একাধিক গ্রাম ভেসে গিয়েছে। বোট করে গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে আসছেন সেনা কর্মীরা

ওদলগুড়ি গ্রামের মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসছেন জওয়ানরা

গতকাল নলবাড়ি জেলায় রাতের অন্ধকারে ১৬০ গ্রামবাসীকে উদ্ধার করে সেনা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link