ত্রিমুখী কৌশলে পাকিস্তানের উপর চাপ বাড়ানোর পরিকল্পনা ভারতীয় সেনার

Wed, 20 Feb 2019-12:24 pm,

কমলিকা সেনগুপ্ত: পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানার পর ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধের দাবিতে মুখর সিটিজেন থেকে নেটিজেন সকলেই।

কেউ চাইছেন যুদ্ধ। কারও মতে আবার হোক সার্জিক্যাল স্ট্রাইক। কিন্তু এর আগে পাকিস্তানের উপর চাপ বাড়াতের ত্রিমুখী কৌশল নেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় সেনা। সূত্র মারফত জানা গিয়েছে সেকথা।

প্রথমত, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ট্যাঙ্ক ও কামান থেকে ভারী গোলাবর্ষণ করা হতে পারে। তবে এর জন্য আগেই চিহ্নিত করে ফেলতে হবে জঙ্গি ঘাঁটি। তার পর সেই বরাবর হামলা চালাতে হবে।

২০০৩ সালে জম্মু-কাশ্মীর বিধানসভায় জঙ্গি হামলা হয়। সেই সময় ভারত একই কৌশল নিয়েছিল। এতে কাজ দিয়েছিল সেই সময়। পাকিস্তান সেই সময় বাধ্য হয় সঙ্ঘর্ষবিরতিতে সহমত হতে।

দ্বিতীয়ত, ব্যবহার করা যেতে পারে যুদ্ধবিমান। তার থেকে নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালাতে পারে ভারত। সেখানে জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করা হতে পারে এই কৌশলে।

২০০৮ সালে মুম্বই হামলার পর এই ধরনের হামলা নিয়ে আলোচনা হয়েছিল। তবে হয়নি। এই ধরনের হামলা ইজরায়েল খুব বেশি করে বলে জানা গিয়েছে।

তৃতীয়ত, আরবসাগরে পাকিস্তানের জলসীমানার সামনে যুদ্ধজাহাজ রেখে দিয়ে পাকিস্তানের উপর চাপ বাড়ানো।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link