রাফাল বিতর্কের মধ্যে সেনার হাতে আসছে আধুনিক আগ্নেয়াস্ত্র
রাফাল নিয়ে বিতর্কের মাঝেই সেনার হাতে আসছে আধুনিক আগ্নেয়াস্ত্র। ৭০০ কোটি টাকায় মার্কিন কোম্পানির সঙ্গে অ্যাসল্ট রাইফেল কিনতে চুক্তিবদ্ধ হয়েছে ভারত সরকার। ইউরোপ-সব বিশ্বের বহু দেশের ব্যবহৃত হচ্ছে এই রাইফেল।
প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, ফাস্ট ট্র্যাক সরকারি প্রক্রিয়ার মাধ্যমে রাইফেল ক্রয় করা হবে। অর্থাত্ একবছরের মধ্যেই হাতে চলে আসবে এই আধুনিক আগ্নেয়াস্ত্র।
বর্তমানে ৫.৫৬x৪৫ এমএম ইনসাস রাইফেল ব্যবহার করে ভারতীয় সেনা। রেঞ্জ ৪০০ মিচার। তার জায়গায় এই নতুন অ্যাসল্ট রাইফল ৭.৫২x৫১। রেঞ্জ ৬০০ মিটার।
এই অ্যাসল্ট রাইফেল আকারে ছোট তবে আধুনিক ও সহজে প্রয়োগ করা যায়। চলতি মাসেই এই রাইফেল কিনতে অনুমোদন দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী।
২০১৭ সালে অক্টোবরে ৪৪,০০০ লাইট মেশিনগান ও প্রা ৪৪,৬০০টি কার্বাইন কেনার প্রক্রিয়া শুরু হয়েছিল।