স্বাধীনতার পর এই প্রথম! এবার থেকে দেশেই তৈরি হবে ভারতীয় সেনা জওয়ানদের ইউনিফর্ম
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্ননির্ভর ভারত গড়ে তোলার ডাকে এবার সাড়া দিল ভারতীয় সেনা। এবার থেকে সেনার জন্য ইউনিফর্ম তৈরি হবে দেশেই। স্বাঘীনতার পর যা কি না এই প্রথম।
দেশের পুলিস ফোর্স ও সেনার ডিফেন্স ফ্যাবরিক এতদিন পর্যন্ত চিন, তাইওয়ান, কোরিয়া থেকে আসত। কিন্তু এবার তা তৈরি হবে সুরাতে। সুরাতের একটি টেক্সটাইল মিলকে দশ লাখ মিটার ফ্যাবরিক উত্পাদনের অর্ডার দিয়েছে ভারতীয় সেনা।
DRDO গাইডলাইন মেনে এই কাপড় উত্পাদন শুরু হয়েছে। পুলিস ফোর্স, সেনা মিলিয়ে ৫০ লাখ জওয়ানের ইউনিফর্ম-এর জন্য প্রতি বছর পাঁচ কোটি মিটার কাপড় প্রয়োজন হয়।
দীপাবলির আগেই ডিফেন্স ফ্যাবরিকের স্যাম্পেল টেস্ট হয়েছে। আগামী দুমাসের মধ্যে কাপড় উত্পাদন করবে সুরাতের সেই মিল।
ডিফেন্স ফ্যাবরিক হাত দিয়ে ছেঁড়া সম্ভব নয়। আর সেই কোয়ালিটি মেনটেইন করাই সব থেকে বড় চ্যালেঞ্জ উত্পাদনকারীদের সামনে। জানা যাচ্ছে, ফ্যাবরিক তৈরির কাজ শেষ হলে বুলেটপ্রুফ জ্যাকেট, জুতো, ব্যাগ, প্যারাশুট তৈরির কাজও হবে দেশে।