৩৯ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বুমরা, সামি, ইশান্তরা
২০১৮ কার্যত পয়া বছর হিসাবে থেকে যাবে ভারতীয় ক্রিকেট ক্যালেন্ডারে। চলতি বছরে একের পর এখ সাফল্য পেয়েছে ভারতীয় ক্রিকেট।
এই বছর ৩৯ বছরের একটি রেকর্ড ভেঙেছেন ভারতীয় বোলাররা। এক বছরে সব থেকে বেশি উইকেট শিকারের রেকর্ড।
১৯৭৯ সালে ১৭টি ম্যাচে ২৩৭টি রেকর্ড পেয়েছিলেন ভারতীয় বোলাররা। এক বছরে সর্বাধিক উইকেট পাওয়ার রেকর্ড হয়েছিল সেবার। ২০১৮-তে সেই রেকর্ড ভেঙে দিলেন সামি, উমেশ, ইশান্ত, বুমরারা, অশ্বিন, জাদেজারা।
এই বছর ১৪টি টেস্ট খেলে ভারতীয় বোলাররা পেয়েছেন ২৪৭টি উইকেট। যা কিনা ভারতীয় ক্রিকেট ইতিহাসে রেকর্ড।
এর আগে ২০০২ সালে ১৬টি ম্যাচে ২৩২টি উইকেট তুলেছিলেন ভারতীয় বোলাররা। ২০০৮-এ ১৫ ম্যাচে ২১৯টি উইকেট তুলেছিল ভারত। এবার সেইসব রেকর্ড ছাপিয়ে গেল।
উইকেট সংগ্রহের ক্ষেত্রে ২০১৫ সালে ভারতীয় দলের বোলারদের গড় ছিল ২৩.১৩। এবার সেই রেকর্ডও ভেঙে গেল। ২০১৮-তে ভারতীয় বোলারদের গড় ২৪.১৫।