দেশের জলসীমা রক্ষাই শুধু নয়, বিলুপ্তপ্রায় এই প্রাণীও সংরক্ষণ করছে উপকূলরক্ষী বাহিনী
ক্রমশ কমছে অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ। আর তাই উপকূল রক্ষার পাশাপাশি তাদের নিরাপত্তা দেওয়ার কাজও করছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। -ছবি-কমলিকা সেনগুপ্ত
প্রতিবছর ওড়িশা উপকূলে এসে ডিম পাড়ে ওই অলিভ রিডলে কচ্ছপ। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এদের ডিম দেওয়ার সময়। -ছবি-কমলিকা সেনগুপ্ত
নিরীহ এই প্রাণীর বংশবিস্তারে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে মত্সজীবীরা। তাই অলিভ রিডলে কচ্ছপদের nestling এর জন্য বিশেষ সুবিধা করে দিয়েছে কোস্ট গার্ড।
গত বছর তারা operation Olivia করে। এর ফলে ওই প্রজাতির কচ্ছপদের nesting এমন জায়গায় করা হয় যেখানে মত্সজীবিরা নিষিদ্ধ ।
এর ফলে এ বছর আলিপুর অলিভ রিডলে কচ্ছপরা ৭১ লাখ ৩০ হাজার ডিম পেরেছে । এই বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের জন্য এই বছরও বিশেষ উদ্যোগ নিচ্ছে উপকূলরক্ষী বাহিনী