মারণ ক্যান্সারের জাল কেটে জয়ী হয়েছেন যে সেলেবরা
ক্যান্সারের থাবা সরিয়ে শেষ পর্যন্ত ২২ গজে ফেরেন যুবরাজ সিং, বর্তমানে অভিনেত্রী হেজেল কিচ-কে বিয়ে করে ঘোরতর সংসারীও তিনি
'কাইটস'-এ হৃত্বিকের নায়িকা বারবারা মোরিও এক সময় ক্যান্সারে আক্রান্ত হন বলে জানা যায়
স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মুমতাজ, চিকিত্সার পর সুস্থ জীবনে ফিরে আসেন তিনি
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন 'জগ্গা জাসুস'-এর পরিচালক অনুরাগ বসু, কিন্তু, মারণ রোগের জাল কেটে বেরিয়ে আসেন ওই পরিচালক
মারণ ক্যান্সারকে জয় করেছেন লিজা রে-ও
২০১২ সালে 'ওভারিয়ান ক্যান্সারে' আক্রান্ত হন মনিষা কৈরালা, কিন্তু শেষ পর্যন্ত স্বাভাবিক জীবনে ফেরেন বলিউডের ওই অভিনেত্রী
'ত্রিমূর্তি', 'আদমি' সহ বলিউডের বেশ কিছু সিনেমায় দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী গৌতমীকে। কিন্তু, মারণ ক্যান্সার থাবা বসালে জীবন যেন থমকে যায় দক্ষিণের ওই অভিনেত্রীর। কিন্তু, স্তন ক্যান্সারের থাবা কাটিয়ে ফের সিনেমায় ফেরেন গৌতমী