Indian Fishermen Released: সমুদ্রে হস্তান্তর! বাংলাদেশের জেল থেকে মুক্তি পেলেন সুন্দরবনের ৯৫ মত্‍স্যজীবী....

Sun, 05 Jan 2025-11:33 pm,

পিয়ালী মিত্র: অবশেষে স্বস্তি! ৩ মাস পর বাংলাদেশের জেল থেকে মুক্তি পেলেন সুন্দরবনের ৯৫ জন মত্‍স্যজীবী। আগামীকাল, সোমবার গঙ্গাসাগরে তাঁদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাড়া পেলেন বাংলাদেশের ৯০ জন মত্‍স্যজীবীও। আন্তর্জাতিক জলসীমায় বন্দি বিনিময় করল দু'দেশ।

সমুদ্রে মাধ ধরতে গিয়ে সীমানা পার। সুন্দরবনের  ৯৫ জন জন মত্‍স্যজীবীকে আটক করেছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।

 বাংলাদেশি এমভি মেঘনা ও এমভি লায়লা নামে ট্রলার আবার ঢুকে পড়েছিল ভারতের জলসীমায়। ৯ ডিসেম্বর ৭৮ জন মত্‍স্য়জীবীকে আটক করে রাখা হয় ওড়িশার পারাদ্বীপে। 

সেপ্টেম্বরে আটক করা হয় বাংলাদেশে আরও ১২ জন মত্‍স্যজীবীকে,  যখন তাঁদের ট্রলারটি ভারতীয় জলসীমায় ডুবে যায়। তাঁদের রাখা হয় কলকাতার কাছে কাকদ্বীপে।

বদলের বাংলাদেশে আটক ভারতীয় মত্‍স্যজীবীদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। অবশেষে দুটি দেশের বন্দি-বিনিয়ম প্রক্রিয়া চূড়ান্ত হয়। 

শনিবার  বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন জানান,  ৫ জানুয়ারি অর্থাত্‍ আজ, রবিবার বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলের বিনিময় হ‌বে। কোথায়?  বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায়।

আজ, রবিবার বাংলাদেশ থেকে  ৯৫ জন ভারতীয় মত্‍সজীবী, আর ভারত থেকে ৯০ বাংলাদেশি মত্‍সজীবীকে নিয়ে যাওয়া হয় বঙ্গোপসাগরে আন্তজার্তিক জলসীমায়। বিনিময় চুক্তিতে স্বাক্ষরের পর যেমন এদেশের ৯৫ জন মত্‍স্যজীবীকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়, তেমনি বাংলাদেশে ৯০ মত্‍স্যজীবীকে সেদেশের স্থানান্তর করা হয়।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link