EXPLAINED | Indian Fotball News: মিশন মালয়েশিয়ায় মানোলো বাছলেন ২৬, মোহনবাগানের দুই রত্ন ছাড়াও বাদ পড়লেন কারা?
আগামী ১৮ নভেম্বর হায়দরাবাদের জিএমসি স্টেডিয়ামে, ভারত-মালয়েশিয়া মুখোমুখি হচ্ছে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্য়াচে । ১১ নভেম্বর থেকে নিজামের শহরে শুরু হবে তিনদিনের প্রস্তুতি শিবির। মঙ্গলবার জাতীয় দলের হেড কোচ মানোলো মারকোয়েজ ২৬ সদস্য়ের সম্ভাব্য় স্কোয়াড বেছে নিয়েছেন।
দল থেকে একাধিক জাতীয় দলের নিয়মিত তারকা যেমন বাদ পড়েছেন, তেমনই আবার স্টার ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান হাঁটুর চোট সারিয়ে দলে ফিরলেন। গত জানুয়ারিতে তিনি চোট পেয়ে সাইডলাইনে চলে গিয়েছিলেন। অন্য়দিকে এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন গোয়ানিজ সেন্টার ফরোয়ার্ড ইরফান ইয়াদওয়াদ। যিনি আইএসএল খেলেন চেন্নাইয়িন এফসি-র হয়ে। বাছাই ছাব্বিশের নাম রইল
অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু ও বিশাল কাইথ
আকাশ সাংওয়ান, আনোয়ার আলি, আশিস রাই, চিংলেনসানা সিং, হামিংথানমাওইয়া রালতে, মেহতাব সিং, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গান
অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেস, জিকসন সিং, জিতীন এমএস, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, সুরেশ সিং ওয়াংজাম, ভিবিন মোহনান
এডমন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, ফারুখ চৌধুরী, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং
সাহাল আবদুল সামাদ, শুভাশিস বসু, লালরিনলিয়ানা হামতে ও নিখিল পূজারী