গোয়েন্দাদের চাঞ্চল্যকর রিপোর্ট, ভারতে ঢোকার জন্য পাক লঞ্চপ্যাডে হাজির জঙ্গিদের দল

Wed, 12 Aug 2020-7:46 pm,

চিনা আর্মির সঙ্গে ভারতীয় সেনাদের বিবাদের পর সব নজর লাদাখে। আর এই সুযোগে সীমান্তে জঙ্গিদের দল এনে জড়ো করছে পাকিস্তান।গোয়েন্দাদের চাঞ্চল্যকর রিপোর্টে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক। 

শুধুমাত্র লস্কর ই তৈবা, জঈশ ই মহম্মদ বা হিজবুল মুজাহিদিনের মতো বড় জঙ্গি সংগঠনই নয়, পাক সেনার মদতে ভারতে ঢোকার জন্য সীমান্তে অপেক্ষা করছে অনেক ছোটখাটো সংগঠনের জঙ্গিরা। রিপোর্টে জানানো হয়েছে এমনই। 

পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে সীমান্তে পাকিস্তানি সেনার লঞ্চপ্যাডে ডজনখানেক জঙ্গি ভারতে ঢোকার জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে সেখানকার শান্তি বিঘ্নিত করতেই জঙ্গিদের এদেশে ঢোকাতে চাইছে পাকিস্তান। 

গোয়েন্দাদের রিপোর্ট বলছে, পাক অধিকৃত কাশ্মীরের সর্দালিতে ছজন লস্কর জঙ্গি অবস্থান করছে। ভারতীয় ভূখণ্ডের মক্কাল সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে তারা। ওই এলাকায় সীমান্তে দায়িত্ব ৫৬ রাষ্ট্রীয় রাইফেলস-এর জওয়ানদের হাতে। 

ফুলওয়ালে ৭ জন লস্কর জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে। দেগওয়ার এলাকা দিয়ে ঢোকার চেষ্টা করছে তিন জঙ্গি। ভিম্বের গল্লি দিয়ে পাঁচ পাক জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা চালাবে। গোয়েন্দাদের রিপোর্টে এমনই বলা হয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link