ভারতীয়দের জন্য বিশেষ সুযোগ, খুব সহজেই ভিসা মিলবে এইসব দেশে
ভারতীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে নিয়মকানুন অনেক শিথিল করল ৫৯টি দেশ। তবে ইয়োরোপ ও আমেরিকার ভিসা নিয়ম কিছুটা নরম করা হলেও বড়সড় কোনও বদল আনা হয়নি।
ওমানে গেলে ১ মাসের ‘ট্যুরিস্ট ভিসা অন অ্যারাইভাল’ পাওয়া যাবে মাত্র ৩,৭০০ টাকার বিনিময়ে। তবে আপনার কাছে থাকতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন কিংবা জাপানে যাওয়ার ভিসা।
ভারতীয় পাসপোর্টের অধিকারী উচ্চশিক্ষিত প্রযুক্তিবিদ, ব্যবসায়ীদের ১০ বছরের ভিসা দিচ্ছে সংযুক্ত আরব আমিরশাহি। চিকিৎসা ক্ষেত্র, গবেষণার ক্ষেত্রেও এই ভিসা মঞ্জুর করা হয়। দেশের পর্যটন জনপ্রিয় করতে প্রতিবছর ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সেদেশে যেতে গেল ১৮ বছরের সন্তানদের জন্য কোনও ভিসা লাগবে না।
ভারতীয়দের জন্য ভিসা ফি কম করেছে ইজরায়েল। বিজনেস, ট্যুরিজমের জন্য ভিসা পাওয়া যায় মাত্র ১১০০ টাকায়।
সফরের মাত্র ৩ দিন আগে উজবেকিস্তানের ভিসার জন্য আবেদন করা যায়। ই ভিসার আবেদন করলে মিলবে ৩০ দিনের ভিসা।
ভারতীয়দের জন্য ভিসা নিয়ম অনেকটাই সহজ করেছে। অল্প সময়ের জন্য জাপানে থাকতে গেলে ভারতীয়দের সেদেশে কাজের কোনও পারমিট দেখাতে হবে না।