আইপিএলে ভারতীয়দের নজির

Mon, 28 May 2018-6:35 pm,

ঋষভ পন্থ আইপিএলের ইতিহাসে একমাত্র উইকেট কিপার যিনি একশোর উপর বাউন্ডারি হাঁকিয়েছেন।

বাসিল থাম্পি। আইপিএলের ইতিহাসে ৪ ওভারে সর্বোচ্চ ৭০ রান দেওয়ার বিরলতম নজির স্থাপন করেছেন হায়দরাবাদের এই বোলার।

অভিষেক শর্মা। দিল্লির এই ১৭ বছরের ব্যাটসম্যান বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৯ বলে করেছিলেন ৪৯। আইপিএলে ১৭ বছরের কোনও ক্রিকেটারের এটাই সর্বোচ্চ স্কোর।

আইপিএলে এই নিয়ে ৫ বার ৫০০-রানের উপর রান করলেন বিরাট কোহলি 

প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০-এর উপরে ছয় মারার রেকর্ড করেছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

‘আনক্যাপড’ ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার কৃতিত্বের অধিকারী হলেন একমাত্র ভারতীয় বোলার অঙ্কিত রাজপুত। (৪ ওভার- ১৪ রান- ৫ উইকেট) 

আইপিএলে সর্বাধিক ৫৪টি অর্ধশতরানের রেকর্ড করলেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। ভাঙলেন গৌতম গম্ভীরের (৫৩) রেকর্ড।

একই ম্যাচে ২ দলের অধিনায়ক ৯০-এর উপর রান করেছেন। বিরাট কোহলি (বেঙ্গালুরু) ৯২*। রোহিত শর্মা ৯৪। 

আইপিএলে ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রানের নজির করলেন ঋষভ পন্থ। (১২৮*)

আইপিএলে দ্রুততম অর্ধশতরান লোকেশ রাহুলের। দিল্লির বিরুদ্ধে ১৪ বলে অর্ধশতরান করে আইপিএলে সর্বকালের নজির গড়েন কে এল রাহুল। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link