Vande Bharat Sleeper Train: নতুন বছরে ছুটবে ১০টি বন্দে ভারত স্লিপার ট্রেন, কেন রুটে চলবে, বাংলা পাবে কটি?
স্বল্পপাল্লার বন্দে ভারতের পর এবার আসছে দূরপাল্লার বন্দে ভারত স্লিপার ট্রেন। সফরের আরাম, সুযোগ সুবিধা থেকে এই ট্রেন বিশ্বের অন্যান্য বিলাসবহুল ট্রেনের সঙ্গে পাল্লা দেবে বলেই মনে করা হচ্ছে।
ভারতীয় রেলের পরিকল্পনা হল ২০২৫ সালে এই স্লিপার ট্রেনকে ট্র্যাকে নামানো। এরকম ১০টি ট্রেন চলবে দেশজুড়ে।
নিরাপত্তা, আরাম ও অন্যান্য সুযোগ সুবিধের দিক থেকে এই স্লিপার ট্রেন হবে দেশের অন্যান্য ট্রেনের থেকে একেবারেই আলাদা। দুর্ঘটনার সময়ে যাত্রীদের বাঁচাতে বন্দে ভারত স্লিপারে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এইসব ট্রেন থাকবে এসি ফাস্টক্লাস, এসি ২ টায়ার, এসি ৩ টায়ার। প্রতিটি ট্রেনে থাকবে ১৬টি কোচ।
কোন রুটে চলবে এই ট্রেন? এখনওপর্যন্ত কোন রুটে এই ট্রেন চলবে তা ঘোষণা করেনি রেল। তবে মনে করা হচ্ছে নয়া দিল্লি কাশ্মীর ও নয়া দিল্লি- পুনে রুটে চলবে বন্দে ভারত স্লিপার। বাকী রুটের কথা জানা যায়নি।