1000 New General Coach: সস্তায় সহজেই গন্তব্যে! ট্রেনে বাড়ছে ১০০০-এর উপর নতুন কোচ...
অয়ন ঘোষাল: ট্রেনযাত্রীদের জন্য সুখবর। বাড়ছে কোচের সংখ্যা। ১০০০-এর উপর নতুন জেনারেল কোচ জুড়ে দেওয়া হচ্ছে বর্তমানে চালু ট্রেনগুলিতে। এরফলে রোজ প্রায় ১ লাখ নিত্যযাত্রী উপকৃত হবে বলে আশাবাদী রেল।
কোন কোন ট্রেনে যুক্ত করা হচ্ছে এই নতুন কোচ? মূলত মধ্যবিত্ত এবং দুর্বল আর্থসামাজিক স্তরের যাত্রীদের জন্য জনপ্রিয় মেল ও এক্সপ্রেস ট্রেনে যুক্ত করা হচ্ছে সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ।
এককথায় যাদের মহারাষ্ট্র , গুজরাট ও দক্ষিণ ভারতে কর্মস্থল, তাঁরা স্বল্প খরচে এবং সহজেই এই দ্বিতীয় শ্রেণির সাধারণ কোচগুলির মাধম্যে যাতায়াত করতে পারবেন।
এছাড়াও আপৎকালীন পরিস্থিতিতে যাদের দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও চেন্নাই যাওয়ার প্রয়োজন, অথচ টিকিট পাচ্ছেন না, তাঁরাও এবার সহজেই গন্তব্যে পৌঁছে যাবেন।
২টি করে সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ যুক্ত করা হচ্ছে ভাগলপুর বিক্রমশীলা এক্সপ্রেসে, কলকাতা-উদয়পুর সিটি অনন্যা এক্সপ্রেসে, কলকাতা-অমৃতসর অকালতখত্ এক্সপ্রেসে, মালদা টাউন-সুরাট এক্সপ্রেসে ও জসিডি-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেসে।
আর ১টি করে সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ যুক্ত করা হচ্ছে হাওড়া-বিকানের এক্সপ্রেসে, হাওড়া-যোধপুর এক্সপ্রেসে ও ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসগামী হাওড়া-মুম্বাই মেলে।