Indian Railways: ভ্রমণপিপাসুদের জন্য সুখবর! এসি-তে ২৫ শতাংশ ছাড়, ছবিতে দেখে নিন যাবতীয় তথ্য

Sabyasachi Bagchi Sat, 08 Jul 2023-3:51 pm,
Indian Railways to slash prices

মূল ভাড়ার উপর সর্বোচ্চ ২৫% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে।

 

Indian Railways to slash prices

প্রযোজ্য অন্যান্য চার্জ আলাদা ভাবে আদায় করা হবে। 

 

Indian Railways to slash prices

গত ৩০ দিনের মধ্যে ৫০% এর কম যাত্রী (শেষ থেকে শেষ বা কিছু নির্দিষ্ট পা / বিভাগে) সহ ক্লাস নেওয়া ট্রেনগুলি বিবেচনায় নেওয়া হবে।

 

ভাড়ার ছাড় অবিলম্বে কার্যকর করা হবে।

 

ইতমধ্যেই টিকিট কেটে ফেলা যাত্রীদের জন্য কোনও ভাড়া ফেরতযোগ্য বলে ধার্য করা যাবে না। 

 

যে সব ট্রেনে ফ্লেক্সি ভাড়া স্কিম কোনও নির্দিষ্ট শ্রেণিতে প্রযোজ্য এবং যাত্রী সংখ্যা কম, সেক্ষেত্রে যাত্রী সংখ্যা বাড়ানোর ব্যবস্থা হিসাবে ফ্লেক্সি ভাড়া স্কিম প্রাথমিকভাবে প্রত্যাহার করা যেতে পারে।

ভারতীয় রেলের এই প্রকল্প হলিডে কিংস ফেস্টিভাল স্পেশ্যাল ইত্যাদি হিসাবে চালু করা বিশেষ ট্রেনগুলিতে প্রযোজ্য হবে না।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link