শুটিং বিশ্বকাপে সোনা জয়, দেশকে গর্বিত করলেন ভারতীয় শুটার ইয়াশাস্বিনী
আইএসএসএফ শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন ভারতীয় শুটার ইয়াশাস্বিনী সিং দেশওয়াল।
১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে ওলেনা কোস্টেভিচকে হারালেন ২২ বছরের এই ভারতীয় শুটার।
ইয়াশাস্বিনী এদিন ২৩৬.৭ পয়েন্ট করলেন। কোস্টেভিচের থেকে শুরুতেই ১.৯ পয়েন্ট লিড নিয়ে এগিয়ে ছিলেন তিনি।
কোস্টেভিচ রূপো জিতলেন। সামনের বছরই টোকিও অলিম্পিক। তার আগে ইয়াশাস্বিনীর এমন পারফরম্যান্স শুটিংয়ে আশা জাগাচ্ছে।
ফাইনালে শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকেন ইয়াশাস্বিনী।