Indian Cricketer Exposed: `ভোরে হোটেলে ঢুকল, সারারাত ও...`! ভারতের নক্ষত্র ক্রিকেটারের চরম কুকীর্তি ফাঁস

Fri, 20 Dec 2024-4:48 pm,

২০১৮ সালে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল পৃথ্বী শ'র অধিনায়কত্বে। তখন তাঁকে বলা হচ্ছিল ভারতীয় ক্রিকেটের 'নেক্সট বিগ থিং'। কেউ কেউ আবার বলেছিলেন আগামীর সচিন তেন্ডুলকরও পৃথ্বীই। 'ক্রিকেট ঈশ্বর'ও তাঁর শহরের ছেলের প্রতিভায় মোহিত হয়ে, বাড়িতে ডেকে ডিনার করিয়ে ছিলেন। ছবি রাতারাতি ভাইরালও হয়ে গিয়েছিল ২০১৯ সালে। এখনও যা পৃথ্বীর এক্স হ্যান্ডেলে জ্বলজ্বল করে। পৃথ্বী-সচিন সোফায় বসে। প্লেটে সাজানো বাহারি কাবাব।

 

পৃথ্বী তাঁর স্কিল ও টেকনিকে চোখ কপালে তুলে দিয়েছিলেন বহু ক্রিকেট পণ্ডিতের! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৮ বছর বয়সে, টেস্ট অভিষেকেও সেঞ্চুরি করেছিলেন তিনি। ভারতীয় দলের আগামীর তারা কোথাও যেন খসে গিয়েছেন আকাশ থেকে। বিগত কয়েক বছরে পৃথ্বী যেন আর পৃথ্বীতে নেই! ক্রিকেট তাঁর জীবনে সাইডলাইনে চলে গিয়েছে, এখন মুখ্য় হয়ে উঠেছে তাঁর রঙিন জীবনযাপন, নারীসঙ্গ ও বিতর্ক। কারোর মতে তিনি এখন নাকি দ্বিতীয় বিনোদ কাম্বলি! ফিটনেসের অভাব ও নিয়মশৃঙ্খলা না মানা ক্রিকেটারকে আইপিএল নিলামেও আর কেউ দলে নিতেই চায়নি। ৭৫ লাখের বেস প্রাইসে থাকা পৃথ্বীর দিকে কেউ ফিরে তাকায়নি। 

 

মুম্বইয়ের বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়ার পর, পৃথ্বীর খুবই অভিমান হয়েছিল। সমাজমাধ্য়মে সকলের সহানুভূতি আদায়ের মরিয়া প্রচেষ্টায়, তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে, লিস্ট এ ক্রিকেটের পরিসংখ্যান তুলে ধরেছিলেন, এবং ঈশ্বরকে প্রশ্ন করেছিলেন, তাঁকে আর কী কী দেখতে হবে জীবনে! পৃথ্বী লিখেছিলেন, 'ঈশ্বর আমাকে বলুন আরও কী দেখতে হবে! ৬৫ ইনিংসে ১২৬-এর স্ট্রাইক রেট ৫৫.০৭-এর গড়ে ৩৩৯৯ রান করেছি। আমি কী যথেষ্ট ভাল নই! তবে আমি আপনার উপর বিশ্বাস রাখব। আশা করি মানুষ এখনও আমাকে বিশ্বাস করে। কারণ আমি নিশ্চিতভাবে ফিরে আসব। ওম সাই রাম।'

 

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বইয়ের এক কর্তা বিস্ফোরক কথা বলেছেন। তিনি জানান, 'সৈয়দ মুসতাক আলি ট্রফিতে আমরা ১০ জন ফিল্ডার নিয়ে খেলছিলাম। কারণ আমরা পৃথ্বীকে লুকিয়ে রাখতে বাধ্য হয়েছিলাম। বল ওর কাছে চলে গেলেও বলের কাছে যেতে পারত না। এমনকী ব্যাটিং করার সময়ও ও বলের কাছে পৌঁছতে সমস্যায় পড়ত। ওর ফিটনেস, শৃঙ্খলা এবং মনোভাব খুবই খারাপ। এটাই সোজা কথা। বিভিন্ন খেলোয়াড়ের জন্য আলাদা নিয়ম থাকতে পারে না। আমি একটা কথা বলতে চাই,  কেউ শ'র শত্রু নয়। ও নিজেই নিজের শত্রু।'

মুম্বইয়ের অধিনায়ক শ্রেয়স আইয়ারও কথা বলেছেন পৃথ্বীকে নিয়ে। তাঁর সংযোজন, 'পৃথ্বীকে ওয়ার্ক এথিক্স ঠিক করতে হবে। আর ও যদি সেটা করে তাহলে আকাশ ওর সীমানা।' পৃথ্বীকে দলের সিনিয়র ক্রিকেটারদেরও ভূরি ভূরি অভিযোগ রয়েছে। কেউ বলেছেন, 'টুর্নামেন্ট চলকালীনই, পৃথ্বী টিম হোটেল ছেড়ে সারারাত বাইরে ছিল। পরেরদিন ভোর ছটায় হোটেলে ঢুকেছে।' পৃথ্বীর সামনে এখন যে কঠিন লড়াই, তা আর বলার অপেক্ষা রাখে না। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link