টানা পাঁচবার, ফের সাফ কাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
ভারত বনাম নেপাল। প্রথম দলটা টানা পাঁচবার সাফ কাপ চ্যাম্পিয়ন। দ্বিতীয় দলটা চারবার সাফ কাপ ফাইনালে রানার্স।
নেপালের বিরাট নগরে সেজ উঠেছিল। একে তো এখানে এত বড় টুর্নামেন্ট এর আগে হয়নি। তার উপর ফাইনালে উঠেছে আয়োজক দেশ নেপাল। ফলে নেপালি ফুটবলপ্রেমীদের মধ্যে উত্সাহ ছিল প্রবল। শহীদ রঙ্গশালা স্টেডিয়াম ছিল ভিড়ে ঠাঁসা। কিন্তু শেষ পর্যন্ত ভারতের হাত থেকে শিরোপা ছিনিয়ে নিয়ে ব্যর্থ হল নেপাল। সাফ কাপের ফাইনালে তারা হারল ৩-১ গোলে।
ভারতের হয়ে একটি করে গোল করেছেন দালিমার চিবার, গ্রেস দাংমেই ও অঞ্জু তামাং। নেপালের একমাত্র গোলটি করেছেন সাবিত্রা ভান্ডারি।
এদিন জয়ের সুবাদে সব কটি সাফ কাপ মিলিয়ে ২৩টি ম্য়াচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল ভারতীয় মেয়েরা।
২০১০ থেকে সাফ কাপের শুরু। এখনও পর্যন্ত পাঁচবারই চ্যাম্পিয়ন ভারত।