চিনকে ভাতে মারতে আরও একটা স্ট্রাইক, এসির আমদানি বন্ধ করল কেন্দ্র
নিজস্ব প্রতিবেদন: সীমান্তে চিনকে পাল্টা দিচ্ছে ভারত। আর্থিকভাবেও বেজিংকে কোণঠাসা করতে একাধিক পদক্ষেপ করছে সরকার। টিকটক, পাবজি-সহ একাধিক অ্যাপ নিষিদ্ধ ভারতে। এবার রেফ্রিজারেন্টস-সহ এয়ার কন্ডিশনের আমদানি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। স্থানীয় উৎপাদনকারীদের উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত।
ডায়রেক্টর জেনারেল অফ ট্রেড বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রেফ্রিজারেন্টস-সহ এসির আমদানি নিষিদ্ধ তালিকায় সংশোধিত করা হচ্ছে।
ভারতে আমদানিকৃত এয়ার কন্ডিশনের বেশিরভাগটাই আসে রেফ্রিজারেন্টস-সহ। এক তৃতীয়াংশই আসে বিদেশ থেকে। তার মধ্যে এগিয়ে থাইল্যান্ড ও চিন। নিঃসন্দেহে সরকারের সিদ্ধান্ত ধাক্কা খাবে বেজিং।
গত জুলাইয়ে টেলিভিশন সেট আমদানির উপরে নিয়ন্ত্রণ আরোপ করে কেন্দ্র। জানান হয়, আমদানির জন্য ডিরেকটর জেনারেল অফ ফরেন ট্রেডের কাছ থেকে নিতে হবে লাইসেন্স।
ধীরে ধীরে আমদানির উপরে নির্ভরশীলতা কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি ঘরোয়া উৎপাদন বাড়ানোয় জোর দেওয়া হচ্ছে।