India’s Best Dancer Season 4 winner: ঠিক যেন রূপকথা! হাঁটতেও পারতেন না, এবার ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’ জিতলেন স্টিভ...

Mon, 11 Nov 2024-5:08 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দার অন্যতম পছন্দের রিয়ালিটি শো ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’-এর চতুর্থ সিজনে চ্যাম্পিয়ন হলেন স্টিভ জিরওয়া। পুরস্কার পাওয়ার পর সংবাদমাধ্যমে শৈশবের নানা সংগ্রাম নিয়ে কথা বলেছেন তিনি।

 

ট্রফির পাশাপাশি প্রাইজমানি হিসেবে ১৫ লাখ রুপি ও একটি গাড়ি জিতে নিয়েছেন স্টিভ। তাঁর কোরিওগ্রাফার রক্তিম ঠাকুরিয়া পেয়েছেন ৫ লাখ রুপির চেক।

 

এই রিয়ালিটি শোয়ের বিচারকের দায়িত্বে ছিলেন কারিশমা কাপুর, গীতা কাপুর ও টেরেন্স লুইস। অন্য চূড়ান্ত প্রতিযোগীরা হলেন হর্ষ কেশরী, নেক্সশন, নেপো, আকাঙ্ক্ষা মিশ্র ওরফে আকিনা ও আদিত্য মালব্য।

 

জয়ের পর এই নৃত্যশিল্পী জানান, তিনি ছোটবেলায় হাঁটতেও পারতেন না। ঠাকুমা ও মা-ই তাঁর নিজের পায়ে ফিরে আসতে সাহায্য করেছেন।

 

তিনি এই পুরস্কার মা ও ঠাকুমার হাতে তুলে দেবেন স্টিভ। 

 

জয়ের পর স্টিভ বলেন, ‘যখন আমি আমার হাতে ট্রফি তুলে নেওয়ার কথা ভাবি, গায়ে কাঁটা দেয়। এটা আমার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত ফল দেয়। আর কথাতেই তো আছে, ধৈর্যের ফল মিষ্টি।’ 

 

স্টিভ আরও বলেন, 'আমি মনে করি যে এটি বড় হওয়ার সময় আমাকে যেসব সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তার ফল। আমি আমার কঠোর পরিশ্রমকে বৃথা যেতে দিইনি।’

 

ট্রফি হাতে নেওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করে স্টিভ বলেন, ‘দীর্ঘদিন ধরে এ মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলাম। এই জয়ের আনন্দ হয়তো ভাষায় প্রকাশ করতে পারব না।’ 

 

স্টিভ আরও লেখেন, ‘যে ছেলে নিজের পায়ে চলতে পারত না, সে ফুটওয়ার্কের জন্য বিখ্যাত হয়ে গেছে। ছোটবেলায় আমি হাঁটতে পারতাম না, নিজেও মাঝেমধ্যে বিশ্বাস করতে পারি না। 

 

স্টিভ জানান, 'আমার ঠাকুমা আর মা আমাকে সব বাধা কাটিয়ে উঠতে সাহায্য করেছেন। তাঁদের শক্তি ও উৎসর্গের কারণেই আমি আজ হাঁটতে ও নাচতে পারি।’

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link