Delhi Mumbai Expressway: চোখ-ধাঁধানো অত্যাধুনিক এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করবে বণ্যপ্রাণীও! দেখে নিন সড়কের ছবি...
দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে মোট ১৩৮৬ কিলোমিটার দীর্ঘ। কেন্দ্রীয় প্রকল্পটির জন্য ১২ হাজার ১৫০ কোটি টাকারও বেশি বরাদ্দ।
এই এক্সপ্রেসওয়ের সব থেকে বড় বিষয়, রাস্তাটি সম্পূর্ণ হলে দিল্লি থেকে মুম্বই যাওয়ার জন্য এখন যে-সময় লাগে তার চেয়ে অন্ততপক্ষে ৫০ শতাংশ কম সময় লাগবে। আগে সড়কপথে দিল্লি থেকে মুম্বই যেতে সময় লাগত প্রায় ১ দিনের মতো, ২৪ ঘণ্টা। নতুন রাস্তাটি খুলে গেলে সেটা নেমে আসবে ১২ ঘণ্টায়!
দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েটি ছ'টি রাজ্যের মধ্যে দিয়ে যাবে। এটি ছুঁয়ে যাবে যথাক্রমে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র।
নতুন এক্সপ্রেসওয়েটি কিছু গুরুত্বপূর্ণ শহরকেও নতুন করে যুক্ত করবে। যেমন-- কোটা, ইন্দোর, জয়পুর, ভোপাল, ভদোদরা, সুরাট।
নির্মাণকালে রণথম্ভোর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির উপর যাতে যতটা সম্ভব কম প্রভাব পড়ে সেভাবেই বানানো হয়েছে এই সড়ক। শুধু তাই নয়, সড়কটি ভারতে এবং এশিয়াতেও প্রথম কোনও সড়ক হতে চলেছে, যেখানে বন্যপ্রাণীদের চলাচলের জন্য 'ওভারপাস' ও 'আন্ডারপাসে'র ব্যবস্থা থাকছে।
এই এক্সপ্রেসওয়েটি ভারতের এই অঞ্চলের অর্থনীতিকে প্রবল ভাবে উজ্জীবিত করবে। এই পথটি যে-যে এলাকা ছুঁয়ে যাবে সেই-সেই এলাকার স্থানীয় অর্থনীতি নানা ভাবে সমৃদ্ধ হবে বলে আশা। সংশ্লিষ্ট মহল বলছে, আগামী লোকসভা ভোটের আগে এই প্রকল্পটি নির্বাচনী ময়দানে বিজেপির হাতের অন্যতম অস্ত্র হতে পারে।