চলে গেল ভারতের প্রবীণতম শিম্পাঞ্জি রিটা!
দিল্লি চিড়িয়াখানার দীর্ঘদিনের বাসিন্দা রিটা আর নেই। মঙ্গলবার বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে তার।
প্রবীণতম শিম্পাঞ্জি (সম্ভবত এশিয়ারও প্রাচীনতম) রিটা ১৯৯০ সাল থেকে দীর্ঘ ২৯ বছর দিল্লি চিড়িয়াখানায় ছিল রিটা।
‘লিমকা বুক অফ রেকর্ডস’-এর তথ্য অনুযায়ী, ১২ ডিসেম্বর, ১৯৬০ সালে আমস্টারডাম চিড়িয়াখানায় জন্ম হয় রিটার।
দিল্লি চিড়িয়াখানার এক আধিকারিক জানান, রিটার বয়স হয়েছিল ৫৯ বছর। জুলাই মাস থেকে ফলের রস, ডাবের জল আর দুধ— এই ছিল রিটার খাবার।
সাধারণত, শিম্পাঞ্জিদের গড় আয়ু ৫০ বছর। রিটার বাঁচল ৫৯ বছর পর্যন্ত।