এশিয়া কাপ ফাইনালে কেমন দল নামাবে ভারত? জেনে নিন
শিখর ধাওয়ান-রোহিত শর্মা জুটি ফাইনালেও ভারতকে ভরসা জোগাবে।
এশিয়া কাপে এখনও পর্যন্ত দুটো হাফসেঞ্চুরি করেছেন অম্বাতি রায়াড়ু। ফাইনালে তিনি ভারতের সেরা অস্ত্র।
মহেন্দ্র সিং ধোনি এখনও ভারতীয় দলের কাছে বনস্পতির মতো। তিনি থাকা মানেই যেন দলের মাথার উপর ছাদ থাকে। প্রয়োজনে ধোনির ক্রিকেট মস্তিষ্ক ব্যবহার করছেন রোহিত শর্মা।
চলতি এশিয়া কাপে খুব একটা পারফর্ম করার সুযোগ পাননি দীনেশ কার্তিক। আফগানিস্তান ম্যাচে আবার ভুল অাম্পায়িংয়ের শিকার হয়েছেন। তাই ফাইনালে সুযোগ পেলে তিনি পারফর্ম করার জন্য মুখিয়ে থাকবেন।
হঠাত্ করেই যেন ভারতীয় দলে অলরাউন্ডার-এর অভাব পূরণ করে দিয়েছেন কেদার যাদব। এশিয়া কাপ তাঁর কাছে বেশ পয়া টুর্নামেন্ট হয়ে দাঁড়িয়েছে।
এশিয়া কাপে পূনরাবির্ভাব হয়েছে রবীন্দ্র জাদেজার। ফাইনালে তাই ফর্মে থাকা জাদেজা ভারতের সেরা অস্ত্র। তাঁর ইকোনমি রেট এখন ৩.৭৭।
টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে এখনও সাত উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। সংযুক্ত আরব আমিরশাহীর স্লো টার্নারে সফল যুজবেন্দ্র চাহ্বল। আফগানিস্তানের বিরুদ্ধে চাহ্বলকে বিশ্রামে রাখা হয়েছিল। তাঁর অনুপস্থিতি যেন উপলব্ধি করেছে দল।
ডেথ ওভার ভারতের অন্যতম সফল বোলার জসপ্রিত বুমরা। ভুবনেশ্বর কুমারও এশিয়া কাপে ধারাবাহিক ভাল পারফর্ম করছেন। ফলে ফাইনালে রোহিতের চিন্তা অনেকটাই কমিয়ে দিতে পারে এই পেস জুটি।