রেকর্ড ৫০ শতাংশ বেতনবৃদ্ধি! কোটিপতি হয়ে দায়িত্ব পেলেন মিতালি রাজদের কোচ
বছরের প্রথম দিন থেকেই কাজ শুরু করবেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন কোচ ডব্লিউ ভি রমন। পরশু থেকে ময়দানে নামবেন তিনি।
২০ ডিসেম্বর বিসিসিআইয়ের অ্যাড হক কমিটি মিতালি রাজ, হরমনপ্রিত সিংদের কোচ হিসাবে রমনকে বেছে নেয়। সেই কমিটির নেতৃত্বে ছিলেন কপিল দেব।
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি যা বেতন পেতেন, এবার তার থেকে ৫০ শতাংশ বেশি মাইনে পাবেন রমন। অর্থাত্ কোটিপতি হয়েই মিতালিদের কোচ হিসাবে দায়িত্ব নিলেন বাংলার প্রাক্তন কোচ।
ভারতীয় মহিলা দলের কোচ হিসাবে ১.৭৫ কোটি টাকা বেতন পাবেন রমন।
ভারতীয় মহিলা দলের কোচ হওয়ার দৌড়ে রমনের সঙ্গে ছিলেন গ্যারি কার্স্টেন, ভেঙ্কটেশ প্রসাদ। কিন্তু শেষমেশ রমনকেই কোচ হিসাবে বেছে নেয় বোর্ডের কমিটি।
সামনেই নিউজিল্যান্ড সফর। তার আগে নতুন কোচের তত্ত্বাবধানে ট্রেনিং শুরু করবেন মিতালি, হরমনপ্রিতরা।