মা হওয়ার পর দুবছর ব্রেক, ফিরেই বিশ্বচ্যাম্পিয়ন ভারতের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার
ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের কোনেরু হাম্পি। শনিবার ব্লিত্জ প্লে-অফে চিনের লেই তিংগজিকে হারিয়েছেন তিনি।
Search Results Web results
চলতি বছরে এই নিয়ে তিনবার পুরুষদের ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন ম্যাগনাস কার্লসেন। ভারতের কনিষ্ঠতম মহিলা গ্র্যান্ডমাস্টার হাম্পি দুবছর দাবা থেকে দূরে ছিলেন।
২০১৬ সালে হাম্পি ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নেন। এর পর মা হন তিনি। দাবার বোর্ডে তিনি ফেরেন ২০১৮ সালে। আর ফেরার পর থেকেই তিনি বুঝিয়ে দিয়েছেন, ফর্ম ইজ টেম্পোরারি। ক্লাস ইজ পারমানেন্ট।
চলতি বছরে হাম্পি স্কোলোবো মহিলা জিপি জিতেছিলেন। আর এবার ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন।
মা হওয়ার পরও তিনি নিজের স্বপ্নপূরণের চেষ্টা করে গিয়েছেন ক্রমাগত। যদিও অনেকেই বলেছিলেন, দুবছর পর ফিরে এসে বড় কিছু করে দেখানো মুশকিল। তবে হাম্পি তাঁদের ভুূল প্রমাণিত করেছেন।