থাকছে হাসপাতাল-গবেষণা কেন্দ্র, প্রকাশ্যে এল অযোধ্যার নতুন মসজিদের নকশা, দেখুন ছবি

Mon, 21 Dec 2020-5:30 pm,

আদালতের নির্দেশে বাবরি মসজিদ স্থলে গড়ে উঠছে রাম মন্দির। ওই জায়গার পরিবর্তে মসজিদ তৈরি জন্য জায়গা দেওয়া হয়েছে অযোধ্যার ধানিপুর গ্রামে। সেখানেই গড়ে উঠছে অযোধ্যার নতুন মসজিদ।

নতুন মসজিদটির চোখ ধাঁধানো নকশা প্রকাশ করেছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন(IICF)। গত বছর নভেম্বর মাসে অযোধ্যা জমি বিতর্ক মামলায় রায় দেয় সুপ্রিম কোর্ট। তার পরই IICF নামে একটি ট্রাস্ট তৈরি করে উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড। ওই ট্রাস্টের ওপরেই মসজিদ-হাসপাতাল তৈরির ভার দেওয়া হয়।

মসজিদ কমপ্লেক্সে থাকছে একটি হাসপাতাল ও কালচারাল সেন্টার।

মসদিজটি গড়ে উঠবে ১৭০০ বর্গমিটার এলাকা জুড়ে। মসজিদে থাকবে দুটি মিনার ও কাচের ডোম।

মসজিদ সংলগ্ন যে হাসপাতালটি গড়ে উঠছে তাতে থাকবে ২০০ বেডের একটি সুপার স্পেশালিটি হাসপাতাল।

মসজিদ কমপ্লেক্সে থাকছে একটি লাইব্রেরি, কমিউনিটি কিচেন, আর্কাইভাল সেন্টার ও মিউজিয়াম।

IICF-র তরফে জানানো হয়েছে নতুন মসজিদে বিদ্যুতের খরচ হবে অনেক কম। কারণ ব্যবহার করা হবে সৌরবিদ্যুত্। মসজিদের আসপাশের এলাকা হবে গাছগাছলিতে ঘেরা।

IICF-র সঙ্গে যৌথভাবে মসজিদটি তৈরির কাজ দেখাশোনা করবে উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড। আগামী বছরে প্রজাতন্ত্র দিবসের দিন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link