`প্রকৃতি শান্ত হও` থিমে জগন্নাথ দেবকে সাজালেন ইন্দ্রাণী হালদার
নিজস্ব প্রতিবেদন: আজ রথযাত্রায জগন্নাথ দেবের আরাধনা শুরু হয়েছে সেই সকাল থেকেই। বাড়িতেই ছোট করে এবার পুজো সারলেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)।
করোনা আবহে কাজ হারা হয়েছেন বহু মানুষ, তৃতীয় ঢেউ আসছে, তাই সকলে যাতে সুস্থ থাকেন, ভাল থাকেন সেই প্রার্থনা করলেন অভিনেতা (Indrani Haldar)।
সাত বছর ধরে এই পুজো হয়ে আসছে তাঁর বাড়িতে। প্রচুর মানুষ এদিন ভিড় জমান, এই বছর করোনা আবহ তাই ঘরোয়া আবহেই পুজোর আয়োজন করলেন অভিনেতা।
হলুদ শাড়িতে সেজেছেন ইন্দ্রাণী হালদার। ঠাকুরকে সাজিয়েছেন ফুল ও পাতা দিয়ে। এই বছর পুজোর থিম 'প্রকৃতি'।
'প্রকৃতি শান্ত হও', এই আর্তি রাখলেন ঠাকুরের কাছে। বিধ্বস্ত বাংলায় যাঁরা সর্বহারা তাঁদের সহায় হন জগন্নাথ দেব, আশা ইন্দ্রাণীর।
আজ শুটিং নয়, পরিবারের সঙ্গেই কাটাবেন ছোটপর্দার 'শ্রীময়ী'।
নিজের হাতে সাজিয়েছেন প্রাণের ঠাকুরকে। ভোগ দিয়েছেন পোলাও, পনির, ফুলকপির তরকারি, পাঁচ রকম ভাজা, চাটনি, পাপড়, মালপোয়া, রাবড়ি, মিষ্টি।
'জয় জগন্নাথ' বলে উঠলেন অভিনেতা, সকলের জন্য় প্রার্থনা করলেন ইন্দ্রাণী (Indrani Haldar), জি ২৪ ঘণ্টার সব দর্শকদের জানালেন শুভেচ্ছা।