INDvsNZ: অভিষেক ঘটাচ্ছেন Shreyas Iyer, কেমন হতে পারে Team India-র প্রথম একাদশ?
তরুণ পঞ্জাবতনয় যে ওপেন করতে নামবেন তা বলে দিয়েছেন চেতেশ্বর পুজারা। এখনও অবধি ৮টি টেস্ট ম্যাচ খেলে ৪১৪ রান করেছেন শুভমন। বিশ্ব টেস্ট ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন। সেইজন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে চোটের জন্য খেলতে পারেননি তিনি। তবে এ বার লাল বলের ক্রিকেটে ফের একবার কামব্যাক করতে চলেছেন এই তরুণ।
১৪টি টেস্টে ১০৫২ রান করা ময়ঙ্ক ফের একবার লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন। গত অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেন টেস্টে তাঁকে শেষবার টেস্ট খেলতে দেখা যায়। এরপর ঘরে মাঠে ইংল্যান্ড সিরিজ থেকে বিশ্ব টেস্ট ফাইনাল ও জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সুযোগ পাননি কর্নাটকের এই ওপেনার। তবে এই টেস্টে তিনি শুভমনের সঙ্গে ওপেন করতে পারেন।
বরাবরের মতো এই টেস্টেও তিন নম্বরে নামবেন পূজারা। দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার তিনি। গত অস্ট্রেলিয়া সফরের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ছন্দে থাকলেও, বিশ্ব টেস্ট ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে একেবারেই ছন্দে ছিলেন না পূজারা। শেষ চার টেস্টের পাঁচ ইনিংসে মাত্র ২৬ রান। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে আসন্ন দুই টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পূজারা কতটা মেলে ধরেন সেটাই দেখার।
বিরাট কোহলি বিশ্রামে থাকার জন্য প্রথম টেস্টে অধিনায়কত্ব করবেন অজিঙ্কা রাহানে। ৭৮টি টেস্ট খেলে ফেলেছেন রাহানে। করেছেন ৪৭৫৬ রান। তবে সমস্যা হল চলতি বছর ১১টি টেস্টে মাত্র ৩৭২ রান করেছেন তিনি। গড় ২০-র থেকেও কম। এরমধ্যে বিশ্ব টেস্ট ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টে মাত্র একটি অর্ধ শতরান করেছিলেন রাহানে। ফলে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজের নামের প্রতিও তাঁকে সুবিচার করতে হবে।
দীর্ঘ প্রতীক্ষা ও কাঁধের চোট সারিয়ে জাতীয় দলে ফেরার পর অবশেষে শ্রেয়সের টেস্ট অভিষেক হতে চলেছে। সাদা বলের ক্রিকেটে বরাবরই প্রভাব ফেলেছেন। এখন টেস্ট ক্রিকেটে মুম্বইয়ের এই মিডল অর্ডার ব্যাটার নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেটাই দেখার।
বরাবরই তাঁর পারফরম্যান্সকে আতসকাচের তলায় ফেলা হয়। গত অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে শেষবার এই বঙ্গ উইকেটকিপারকে দেখা গিয়েছিল। এরপর থেকে উইকেটের পিছনে শুধুই ঋষভ পন্থ রাজত্ব। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে পন্থকে বিশ্রাম দিয়েছে চেতন শর্মার জাতীয় নির্বাচক কমিটি। ঋদ্ধি দক্ষিণ আফ্রিকা সফরে দলে জায়গা করে নিতে পারেন কিনা সেটা কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই দুটি টেস্টের উপর নির্ভর করছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন তিনি। সীমিত ওভারের পাশাপাশি টেস্ট দলেও এই অলরাউন্ডার সম্পদ। ব্যাটে, বলে ফিল্ডিংয়ে তাঁর জুড়ি মেলা ভার। প্রথম একাদশে জাদেজার থাকার সম্ভাবনা প্রবল।
দেশের মাঠের ঘূর্ণি পিচে রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়া প্রথম একাদশ গঠন করা সম্ভব নয়। টেস্ট ক্রিকেটে ৪১৩টি উইকেট এই অভিজ্ঞ অফ স্পিনার ফের লাল বলের ক্রিকেটে ফিরতে মরিয়া হয়ে আছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত বিশ্ব টেস্ট ফাইনালের পর আর মাঠে নামার সুযোগ পাননি অশ্বিন। দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে তাই নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য মুখিয়ে আছেন।
মাত্র তিনটি টেস্টে ২৭টি উইকেট নিয়ে একেবারে আলোড়ন ফেলে দিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে এরপর টেস্ট দলে থাকলেও, মাঠে নামার সুযোগ আসেনি। বিপক্ষের ব্যাটারদের সমস্যা বাড়াতে অশ্বিন ও জাদেজার সঙ্গে তাঁকেও খেলাতেও পারে টিম ম্যানেজমেন্ট।
মহম্মদ শামি, জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে কানপুরে ইশান্ত শর্মার কাঁধে রয়েছে বাড়তি দায়িত্ব। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে তৈরি হতে পারে ভারতের পেস আক্রমণ।
দলে উমেশ যাদবের মতো সিনিয়র জোরে বোলার রয়েছেন। রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণার মতো তরুণ। তবে গত কয়েকটি টেস্টে আগ্রাসী মানসিকতা ও দারুণ পারফরম্যান্সের জন্য মহম্মদ সিরাজের মাঠে নামার সম্ভাবনা প্রবল।