কেমন হতে পারে Team India-র প্রথম একাদশ? ছবিতে দেখুন

Tue, 15 Feb 2022-11:38 pm,

ইডেনে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিং করে দলের হয়ে ভাল শুরু করাই লক্ষ্য রোহিত শর্মার। কেএল রাহুল অনুপস্থিতিতে তাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে। পাশাপাশি দলকে নেতৃত্ব দিয়ে প্রথম ম্য়াচে জয় এনে দেওয়া লক্ষ্য 'হিটম্য়ান'-এর।

রুতুরাজ গায়কোয়াড় দলে থাকলেও ইশান কিষানই ওপেন করতে পারেন। আইপিএল-এর মেগা নিলামে সবচেয়ে বেশি ১৫ কোটি ২৫ লাখ টাকা পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তাই 'পকেট ডিনামাইট'কে কাজে লাগাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ৩ ম্য়াচে ২৬ রান করেছিলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরতে মরিয়া তিনি। অনুশীলনে কঠোর পরিশ্রম করেছেন বিরাট। তাঁর রানে ফেরার বিষয়ে আশাবীদী কোচ থেকে অধিনায়ক সকলেই। 

এ বার কলকাতা নাইট রাইডার্সে নতুন ইনিংস শুরু করবেন শ্রেয়স। তিনিও নাইটদের ঘরের মাঠে নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছেন। 

একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছন্দে ছিলেন মিডল অর্ডার ব্য়াটার সূর্যকুমার যাদব। ইডেনে প্রথম একদিনের ম্য়াচে তাঁর সুযোগ পাওয়ার নিশ্চিৎ। মিডল দলের অন্যতম ভরসা তিনি।

কেএল রাহুলের অনুপস্থিতিতে দলের সহ অধিনায়ক তিনি। কিপিং-এর সঙ্গে ব্য়াট হাতে জ্বলে ওঠার জন্যও মুখিয়ে রয়েছেন ঋষভ পন্থ।

 

চোটের জন্য ওয়াশিংটন সুন্দর ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেয়েছেন চায়নাম্য়ান স্পিনার কুলদীপ যাদব। অক্ষর প্য়াটেলও চোটের কারণে দলের বাইরে। ফলে কুলদীপ যাদবের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে অনবদ্য বোলিং করেছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। তাকে সামলাতে রীতিমত হিমসিম খেতে হয়েছে ক্য়ারেবিয়ানদের। টি-টোয়েন্টি সিরিজেও নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া তিনি।

দলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জায়গা পাওয়া নিশ্চিৎ শার্দুল ঠাকুরের। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি দারুণ কার্যকরী। এছাড়াও প্রয়োজনের সময় একাধিকবার ব্য়াট হাতেও দলকে রক্ষা করেছেন লর্ড শার্দুল।

 

নতুন বলে ভারতীয় পেস অ্য়াটাকের অন্যতম সেরা ভরসা দীপক চাহার। বল দুই দিকেই সুইং করাতে পারেন তিনি। নতুন বলে দলকে সাফল্যও এনে দেন দীপক চাহার। প্রয়োজনে ব্য়াট হাতেও একাধিক উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন তিনি।  

দলে তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেতে পারেন সিরাজ। টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে তাঁর স্লোয়ার কতটা কার্যকরী তা প্রমাণিত হয়েছে আইপিএল-এ। ভারতীয় দলেও সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করেছেন। আরও একবার নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন সিরাজ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link