EXPLAINED | Jasprit Bumrah Injury Upadate: একা বুমরাই করেছেন ৫৬০ ওভার! পরপর হাইভোল্টেজ সিরিজ, মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতের...

Mon, 06 Jan 2025-3:04 pm,

১০ বছর পর বর্ডার-গাভাসকর (BGT 2024-2025) ট্রফি হাতছাড়া ভারতের! অধরা জয়ের হ্যাটট্রিক। সিডনি টেস্ট ৬ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-২ সিরিজ জিতে নিয়েছে। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েই শুধু ভারতের বুক ভাঙেনি, রোহিত শর্মাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে জসপ্রীত বুমরার চোটে! 

অজিভূমে চরম ভরাডুবির মাঝেও একমাত্র উজ্জ্বল দিক ছিল বুমরার বুম...বুম...পারফরম্যান্স! একাই তুলে নিয়েছিলেন ৩২ উইকেট, আজ পর্যন্ত এর আগে কোনও ভারতীয় বিদেশের মাটিতে এক সিরিজে এত উইকেট পাননি! দেখতে গেলে বর্ডার-গাভাসকর ট্রফির একক আসরেও যা ভারতীয়দের ভিতরে সর্বাধিক, সেই বুমরাই সিডনি টেস্টের পঞ্চম দিনে খেলতে পারেননি  পেশিতে খিঁচুনি ধরার জন্য। চোট পরীক্ষা করাতে মাঠ থেকেই তাঁকে ছুটতে হয়েছিল হাসপাতালে।  আর এই চোটই ভারতের বুক কাঁপিয়ে দিল!

 

হাতে আর দুই সপ্তাহ, তারপরেই ভারতে আসছে ইংল্যান্ড। সাদা বলের ক্রিকেটে ৫টি টি-২০ আই ও ৩টি ওডিআই রয়েছে, মনে করা হচ্ছে এই সিরিজের অধিকাংশ ম্যাচেই খেলানো হবে না দেশের সব ফরম্যাটের এক নম্বর পেসারকে। মনে করা হচ্ছে বুমরাকে তাঁর ঘরের মাঠ আহমেদাবাদে সিরিজের শেষ ওডিআই খেলানো হতে পারে ফিটনেস পরখ করাতে। 

 

১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাইয়ে হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিশ্চিত ভাবে চাইবে মিনি বিশ্বকাপে একেবারে পুরো ফিট বুমরাকে নিয়েই মাঠে নামতে। পাশাপাশি এও দেখতে হবে যে, ভারতকে যেতে হবে  ইংল্যান্ডেও। ২০ জুন থেকে ৪ অগাস্ট পর্যন্ত বিলেতে পাঁচটি টেস্ট খেলবে ভারত। এই সিরিজ দিয়েই ভারত ঢুকে পড়বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে। বোঝাই যাচ্ছে যে, মহম্মদ শামির অনিশ্চয়তার আবহে বুমরা ঠিক কত'টা গুরুত্বপূর্ণ হতে চলেছেন। ফলে কোনও ভাবেই তাঁকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নেবে না টিম ইন্ডিয়া। 

 

বুমরার পেশির খিঁচুনি জনিত চোট যদি গ্রেড ১ ক্যাটাগরির হয়, তাহলে খেলায় ফেরার আগে তাঁকে ন্যূনতম দুই থেকে তিন সপ্তাহ রিহ‌্যাব সারতে হবে। যদি গ্রেড ২ ক্যাটাগরির চোট হয়ে তাহলে সে ক্ষেত্রে ছয় সপ্তাহ পর্যন্ত রিহ‌্যাবের সময় লাগতে পারে। আর যদি কোনও ভাবে চোট গ্রেড ৩ ক্যাটাগরির হয়, তাহলে তো হয়েই গেল! এই তিন ক্যাটাগরির ভিতর যা সবচেয়ে গুরুতর। এরকম ক্ষেত্রে সেরে উঠতে ন্যূনতম তিন মাসের বিশ্রাম এবং রিহ‌্যাব প্রয়োজন। যদিও এখনও বোঝা যাচ্ছে না যে, বুমরার চোট ঠিক কোন ক্যাটাগরির! 

 

বুমরার এই চোট পুরোপুরি ওয়ার্কলোড বা কাজের ধকলের সঙ্গে জড়িয়ে। ২০২৩ সাল থেকে এখনও পর্যন্ত বুমরা একাই বল করেছেন ৫৬০.১ ওভার! বর্ডার-গাভাসকর ট্রফিতেই তিনি বল করেছেন ১৫১.২ ওভার। অতীতেও বুমরা চোট পেয়েছেন। এমনিই পেসারদের চোট আঘাতের প্রবণতা একটু বেশিই থাকে। তবে বুমরার ক্ষেত্রে অতিরিক্ত কাজের ধকলই  'ব্যাকফায়ার' করল! দেখা যাক কবে তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে নামেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link