রাজনাথ সিংয়ের হাত ধরে নৌসেনায় যোগ দিল স্করপিন ক্লাসের ভয়ঙ্কর এই সাবমেরিন

Sat, 28 Sep 2019-1:48 pm,

নৌবাহিনীর হাতে এল দ্বিতীয় স্করপিন ক্লাস সাবমেরিন আইএনএস খান্ডেরি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে এটি শনিবার যোগ দিল ভারতীয় নৌসেনায়।

গত ১৯ সেপ্টেম্বর আইএনএ খান্ডেরিকে নৌবাহিনীর হাতে তুলে দেয় মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড। ২০১৭ সালের ১৪ ডিসেম্বর নৌসেনার হাতে আসে প্রথম স্করপিন ক্লাস সাবমেরিন আইএনএস কালভারি।

সাবেমরিনটির নকশা তৈরি করেছে ফরাসি সংস্থা ন্যাভাল গ্রুপ। এটির নামকরণ করা হয়েছে সোডফিস-এর নামে। এনিয়ে ভারতের হাতে এল মোট ১৭টি সাবমেরিন।

আইএনএস খান্ডেরিতে থাকতে পারবেন ৮ নৌসেনা অফিসার ও ৩৫ নাবিক। টানা ৫০ দিন সমুদ্রে কাটাতে পারে এই সাবমেরিনটি।

মোট ৬৭.৫ মিটার লম্বা এই সাবমেরিনটির ওজন ১,৭৭৫ টন। চলে ডিজেল ও ৩৬০টি ব্যাটারিতে। সমুদ্রের ৩৫০ মিটার গভীরতায় এটি ডুবে থাকতে পারে টানা ৫০ দিন।

আইএনএস খান্ডেরিতে থাকছে ১৮ SUT টর্পেডো। থাকেছে ৩০টি অ্যান্টি শিপ মাইন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link