বিলিয়নিয়ার বিল গেটসের বিলাসবহুল প্রাইভেট দ্বীপ! বিচ্ছেদের পর সে সম্পত্তি কার?

Thu, 01 Jul 2021-10:43 pm,

বিশ্বের ধনকুবেরের শীর্ষাসনে থাকা বিল গেটস এবং মেলিন্ডা গেটসের ২৭ বছরের বিবাহিত জীবনে ইতি টানার ঘটনায় চমকে উঠেছিল বিশ্ব। চলতি বছরের ৪ মে মাসে টুইটারে এই বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছিল দম্পতি।

 

কোটিপতিদের মধ্যেও কোটিপতি বিল গেটস। সম্পত্তির পরিমাণ প্রায় ১৪০ কোটি মার্কিন ডলারের কিছু বেশি তো কম নয়। বিশ্বজুড়ে কয়েক কোটির সম্পত্তি রয়েছে গেটসদের। 

এর মধ্যে রয়েছে একটি ব্যক্তিগত দ্বীপ। বিলাসবহুল সেই দ্বীপের প্রাচুর্য নজরকাড়া। যে কারোর স্বপ্নের বাসস্থান হতেই পারে তা৷ সে দ্বীপে কি নেই? পৃথিবীর দুষ্প্রাপ্য জিনিষে সে দ্বীপ দীপ্ত। 

বেলাইজেতে সেই ব্যক্তিগত দ্বীপের নাম- 'Grand Bogue Caye'। দ্বীপের আয়তন ৩১৪ একর। ২০০৬ সালে এই দ্বীপ কিনেছিলেন বিল। ১৩ কোটি মার্কিন ডলার দিয়ে সমুদ্রঘেরা এই দ্বীপ নিজের মতো সাজিয়েছিলেন গেটস দম্পতি।

বেলিজা সিটি থেকে প্রায় ২৪ মাইল পূর্বে এই দ্বীপটির অবস্থান। মূল স্থলভাগ থেকে অনেকটাই দূরে। ইয়াচ, স্পিডবোট, সমুদ্রযান, ভ্রমণবিলাসী সব আয়োজনই রয়েছে সেখানে। আর অন্দরসজ্জায় চোখে ধাঁধা লাগে। ঠিক যেন স্বপ্নপুরী৷ 

 

কিন্তু স্বপ্নের মায়াপুরীতে ফাটল। ২৭ বছরের বিবাহিত জীবনে গেটস দম্পতির এমন দিন এ দ্বীপ হয়ত নিজেও স্বপ্নে ভাবেনি৷

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link