মালাবার হিলে জুহি চাওলার `রাজপ্রাসাদ`, দেখুন বিলাসবহুল বাড়ির ঝলক
প্রকাশ্যে এল জুহি চাওলা, জয় মেহতার বাড়ির বেশ কয়েকটি ছবি। মুম্বইয়ের মালাবার হিলে জুহি চাওলা, জয় মেহতার বাড়ি দেখলে চমকে উঠেন অনেকেই
১৯৪০ সালে জয় মেহতার দাদু ওই বাড়ি তৈরি করেন। বংশ পরম্পরায় সেখানে থাকেন জয়রা। বর্তমানে শ্রীলঙ্কার এক ডিজাইনার নতুন করে সাজিয়ে দিচ্ছেন জয় মেহতা, জুহি চওলার ওই স্বপ্নের প্রাসাদ
জানা যাচ্ছে, জয় মেহতা এবং জুহি চাওলা তাঁদের দুই সন্তানকে নিয়ে মালাবার হিলের ওই বাড়ির দুই তলায় থাকেন। ওই বাড়ির বাদবাকি অঞ্চলগুলি ব্যবসার কাজে ব্যবহার করেন জয়
জয় মেহতা বা জুহি চাওলা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে বাড়ির কোনও ছবি শেয়ার করেননি
মুম্বইয়ের বিখ্যাত এক ডিজাইনারের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই পাওয়া যায় জয় মেহতা এবং জুহি চাওলার বাড়ির বিভিন্ন ছবি
জুহির বাড়ি থেকে মেরিন ড্রাইভের লুক প্রকশ্যে আসে। জয় মেহতা, জুহি চাওলার বাড়ির ওই লুক প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়
আইপিএল শেষ হওয়ার পর সম্প্রতি দুবাই থেকে ফেরেন জুহি চাওলা। দুবাই থেকে ফেরার পর আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটছে জুহির