ভোট প্রচারের বদলে, রং-তুলিতে Wall Graffiti আঁকলেন বাড়ির অনিমা, তানিয়া, চন্দ্রিমারা

Wed, 03 Mar 2021-10:05 am,

 অয়ন ঘোষাল: ভোট মানেই আজকাল কু কথার চাষ । একে গালিগালাজ তো ওঁর চরিত্র হনন। তারমধ্যে একটু ভালো ভোটের ছবি বিধাননগর দত্তাবাদের ৩৮ নম্বর ওয়ার্ডে।

আমরা লাতিন আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে ওয়াল Graffiti দেখেছি। শহরের কিছু দেওয়াল সেখানে বরাদ্দ থাকে অপেশাদার আঁকিবুকি শিল্পীদের জন্য। 

তাঁরা উইক এন্ডে নিজের খেয়ালখুশি মত বেরিয়ে পড়েন রং তুলি নিয়ে। তাঁদের মনের মাধুরী মিশিয়েওয়াল ক্যানভাসে আঁকেন । অনেকটা সেই ছবি দত্তাবাদে। দেওয়াল তৃণমূল কংগ্রেসের । প্রার্থীর নাম ঘোষনা হয়নি। অথচ দেওয়াল লেখার জন্য হাত নিশপিশ করছে। 

ঠিক, এই পরিস্থিতিতে এলাকার অনিমা, তানিয়া, চন্দ্রিমা, মিনতিরা ঘরের কাজ সামলে হাতে ধরলেন তুলি। এলাকার জানাই ছিল না, মিনতি ভালো রান্নার পাশাপাশি এতো সুন্দর আলপনা আঁকেন। 

তানিয়া ঘরের গন্ডি ছাড়িয়ে দেওয়ালে এমন সুন্দর প্রকৃতির ছবি ফুটিয়ে তুলতে পারেন। চন্দ্রিমা শেষ ছবি এঁকেছেন স্কুলে পড়ার সময়। এখনও তাঁর হাতে তুলির আঁচড় এতো বলিষ্ঠ ।

দেওয়ালে আঁকা মঙ্গল ঘট এখনও এক লহমায় এলাকার সৌন্দর্যের দাবিদার। সামান্য একটু উৎসাহ, প্রাথমিক আড়ষ্টতা কাটিয়ে আজ সকালে ওরা সবাই আপাদমস্তক শিল্পী। আর ওদের পাড়ার ভোটের দেওয়াল আলো করে, আজ একরাশ Graffiti।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link