৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর লাগবে না, ঘোষণা পীযূষের

Fri, 01 Feb 2019-12:50 pm,

লোকসভা ভোটের আগে মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। 

এদিন বাজেটে পীযূষ গোয়েল ঘোষণা করেন, ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কোন দিতে লাগবে না। 

পীযূষের দাবি,৬.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপরে কর দিতে হবে না। প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য বিনিয়োগ করলে করে ছাড় মিলবে। গৃহঋণ, শিক্ষাঋণ, মেডিক্যাল বিমা ও অন্যান্য বিনিয়োগের উপরে কর ছাড় পাবেন মধ্যবিত্তরা। 

কর ছাড়ের ঘোষণায় ১৮,৫০০০ কোটি টাকার সুবিধা পাবেন মধ্যবিত্তরা। 

বেতনভোগীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ৪০,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০,০০০ টাকা। ৩ কোটি পেনশনপ্রাপক ও বেতনভোগীরা সুবিধা পাবেন।

পীযূষের কথায়, ''দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন করদাতারা। আপনাদের কর মা-বোনেদের সম্মান বাঁচিয়েছে। আপনাদের কর গরিবের বাড়িতে বিদ্যুত্ পৌঁছেছে। আপনাদের কর ৫০ কোটি ভাই-বোনেদের চিকিত্সার ব্যবস্থা করেছে। অবসরপ্রাপ্ত জওয়ানদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন করদাতারা''। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link