`ভিশন ২০৩০` আগামীকে দিশা দেখাতে বাজেটে ১০টি দিক নির্দেশ মোদী সরকারের

Fri, 01 Feb 2019-7:37 pm,

লোকসভা ভোটের আগে 'ভিশন ২০৩০'-র দিক নির্দেশ করলেন পীযূষ গোয়েল। ১০টি গুরুত্বপূর্ণ দিশা দেখিয়েছেন অর্থমন্ত্রী। 

১০ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হতে গেলে দরকার পরিকাঠামো- সড়ক, সেতু ইত্যাদি।    

ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে স্টার্ট আপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি। 

 

বিকল্প শক্তির যান ও বৈদ্যুতিন যানবাহনের উপরে জোর দিতে হবে। ভারতেই তৈরি করতে হবে বৈদ্যুতিন যান। 

মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে গ্রামীণ এলাকায় ছোট ও মাঝারি শিল্পের উন্নতি। 

দেশের কৃষকদের জলসেচ ও পানীয় জলের ব্যবস্থা করতে পরিচ্ছন্ন নদীর প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়েছেন পীযূষ গোয়েল। সাগরমালা প্রকল্প ও জলনির্ভর অর্থনীতিতে জোর দেওয়ার পক্ষে সওয়াল করেন। 

২০৩০ ভিশনের ষষ্ঠ দিক হল সাগর ও উপকূলীয় এলাকা। 

মহাকাশে উপগ্রহ উত্ক্ষেপণের জন্য বিশ্বের লঞ্চপ্যাড হয়ে উঠেছে। ২০২২ সালের মধ্যে মহাকাশে মানব পাঠাতে চলেছে ভারত। 

কৃষি উত্পাদন বাড়াতে হবে। যাতে স্বনির্ভর হতে পারে দেশ।

দেশের মানুষের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে জোর। চিকিত্সার খরচ কমানো।

লাল ফিতের ফাঁস থেকে মুক্তি দিতে হবে দেশকে। কর্মঠ, দায়িত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ আমলা এবং ইলেকট্রনিক ব্যবস্থার প্রচলন ভিশন ২০৩০-র দশম দিক। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link