এখানে লক্ষ লক্ষ বছরের মানব-ইতিহাস আপনার দিকে তাকিয়ে...
যেমন প্যারিসের ল্যুভর মিউজিয়ম। মিশর গ্রিস রোম, মধ্যযুগীয় ইউরোপ এবং নেপোলিয়নের সময়কার ফ্রান্সের নানা নিদর্শন সেখানে রক্ষিত। যা না দেখলে মানবসভ্যতা সম্বন্ধে অভিজ্ঞতা সম্পূর্ণ হয় না।
আর একটি হল লন্ডনের ব্রিটিশ মিউজিয়ম। অসাধারণ সব বস্তুর সমাহার এখানে। কোনও প্রবেশমূল্য নেই। ইতিহাস ও সভ্যতার জীবন্ত প্রদর্শনী যেন।
ছবির স্বর্গরাজ্য যদি কোথাও থাকে তবে সেটা হল নেদারল্যান্ডসের আমস্টারডামের রিজকস মিউজিয়ম। ডাচ গোল্ডেন এজের নানা ছবি এখানে রয়েছে। রেমব্রান্টের ছবি সামনে থেকে দেখতে পাওয়া! ভাবা যায়!
স্পেনের মাদ্রিদের প্রাডো। এক অসাধারণ মিউজিয়ম। এখানেও ছবি ও শিল্পের দুরন্ত সমাহার। দেখে চোখ জুড়িয়ে যাবে।
তবে এ ক্ষেত্রে নিউ ইয়র্কের মিউজিয়ম অফ মডার্ন আর্ট একটা অসাধারণ জায়গা। শিল্প-সংস্কৃতির স্বাদ পাওয়ার ক্ষেত্রে পৃথিবীর মধ্যে এক অসাধারণ মিউজিয়ম এটি।
নিউ ইয়র্কেরই দ্য মেট্রোপলিটান মিউজিয়ম অফ আর্ট আর একটি বিখ্যাত জায়গা। গথিক আর্কিটেকচারের বিল্ডিং, যেখানে সারা পৃথিবী থেকে মানব সভ্যতার নিদর্শনস্বরূপ প্রায় ২০ লক্ষ জিনিস সংরক্ষিত।
এ তো গুটিকয় নাম করা হল। পৃথিবীর সেরার সেরা মিউজিয়মের তালিকা কিন্তু এত ছোট নয়। ইটালির ফ্লোরেন্সের উফিজি গ্যালারি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দ্য স্টেট হার্মিটেজ মিউজিয়ম। রোমের ভাটিকান মিউজিয়ম, ইত্যাদি।