IPL 2020: বলে থুতু! বিরাট ভুল করে হাসিমুখে স্বীকার কোহলির...তারপর সচিন যা বললেন
রবিন উথাপ্পার পর এবার বিরাট কোহলি। কোভিড পরবর্তী সময়ে বিধি ভেঙে বলে থুতু লাগিয়ে ফেললেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।
সোমবার দুবাইয়ে দিল্লির বিরুদ্ধে ফিল্ডিং করার সময় নভদীপ সাইনির বলে পৃথ্বি শ-র কভার ড্রাইভ আটকে দেন বিরাট কোহলি। তার পর বল ধরে সব ভুলে হঠাত্ করেই অভ্যাসবশতঃ বলে লালা লাগাতে গিয়ে মনে পড়ে যায় কোভিড বিধি। সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে হাসি মুখে ভুল স্বীকার করে নিলেন বিরাট কোহলি।
তবে আপাতত শাস্তি হবে না বিরাট কোহলির। কারণ, আইসিসি-র কোভিড নীতি অনুযায়ী, বলের পালিশ ধরে রাখতে লালা বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অসুবিধে হবে, তাই বলে কেউ থুতু বা লালা ব্যবহার করলে আম্পায়াররা ব্যবস্থা নেবেন। কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি হলে সতর্ক করা হবে সংশ্লিষ্ট দলকে। ইনিংস প্রতি দুবার সতর্ক করার পরেও একই জিনিস করলে ব্যাটিং দল পাঁচ রান পেনাল্টি পাবে।
বিরাটের অভ্যাস বশতঃ বলে এই থুতু লাগানোর ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও টুইট করেছেন সেই ক্রিকেটের এতদিনের অভ্যাস নিয়ে।
ভুল করার দিনেই অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন বিরাট কোহলি। বিরাট ৪৩ রান করলেও দিল্লির কাছে ৫৯ রানে হেরে গেল আরসিবি।