মধুর প্রতিশোধ বঙ্গসন্তানের, আইপিএলে চড়া দর পেলেন ঋদ্ধিমান, অবিক্রিত পার্থিব
কিপিংয়ে তাঁর ধারেকাছে কেউ নেই। ভারতীয় দলের 'সুপারম্যান' ঋদ্ধিমান সাহাকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
ঋদ্ধির প্রতিভার দাম দেননি বিরাট। দাম দিল আইপিএল।
বিশ্বের সেরা ক্রিকেট লিগের নিলামে ৫ কোটি টাকায় ঋদ্ধিমান সাহাকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
ভারতীয় দলে তাঁর প্রতিদ্বন্দ্বী, অধিনায়কের চোখের মণি পার্থিব প্যাটেলকে পেতে দর হাঁকালই না কোনও দল।
ভারতীয় ড্রেসিংরুমে কানাঘুষো, ঋদ্ধিমানের চেয়ে পার্থিব প্যাটেলকে ভাল ব্যাটসম্যান মনে করেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের কারণে ঋদ্ধির বাইরে যাওয়ার পর পার্থিব দলে আসেন।
সূত্রের খবর, ঋদ্ধির চোট তেমন গুরুতর ছিল না।
অধিনায়ক মনে করেন, দলের ব্যাটিংশক্তি বাড়াতে পার্থিবকে দরকার। সে নিয়ে রবি শাস্ত্রীর সঙ্গে মতবিরোধও হয়েছিল তাঁর। সেই পার্থিব ব্যাটে বা কিপিংয়ে আহামরি কিছুই করতে পারেননি।
তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে পার্থিবকে পাঠিয়েছিলেন কোহলি। মাত্র ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
২০০২ সালে অভিষেকের পর দলে স্থায়ী সদস্য হতে পারেননি পার্থিব প্যাটেল। সেই পার্থিবকেই আবার সুযোগ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, কেন কেন বারবার একজনকেই সুযোগ দেওয়া হচ্ছে?
দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় কিপার হিসেবে অন্য কাউকে বাছা যেত। টেস্টে একটাও শতরান নেই পার্থিবের।
ঋদ্ধির সেখানে ৩টি শতরান। দুজনের ব্যাটিং গড়ও কাছাকাছি। তবে ঋদ্ধির সবচেয়ে বড়গুণ উইকেটে পিছনে বর্তমানে তিনিই সেরা।
আইপিএলের মঞ্চে কোহলির অবজ্ঞার মধুর প্রতিশোধ নিলেন বঙ্গসন্তান। ৫ কোটি টাকায় বিক্রি হয়ে বুঝিয়ে দিলেন তাঁর দর।
খালি হাতেই ফিরলেন পার্থিব। সাধে কি আর লোকে বলে, ক্রিকেট অনিশ্চয়তার খেলা!